![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অফিসের কাজে একটি টিম নিয়ে দিনাজপুর যাব। এসি কোন বাসে, কোথা থেকে যাওয়া যায়? ভাড়া কত? এ সংক্রান্ত কিছু তথ্য খুব প্রয়োজন। কেউ কি একটু জানাবেন, দয়া করে!
২| ২২ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:০৪
রাকীব হাসান বলেছেন: কবে যাবেন ,, জানালে ভাল হতো।
যাই হোক গ্রুপ যেতে চাইলে ট্রেনে যেতে পারেন, ঢাকা থেকে দিনাজপুর ট্রেন যোগাযোগ ভালই ......
আর যদি বাসেই যেতে হয় তাহলে "গাবতলী, মাজার রোড, কল্যাণপুর, শ্যামলী " তে উত্তরবংগের প্রায় সব বাস কাউন্টার রয়েছে।
"নাবিল পরিবহন-৮০১২১৩৬, হানিফ পরিবহন-৮১২৪৩৯৯, শ্যামলী পরিবহন" এ ভাল সেবা পাবেন.
অন্য কোনো তথ্য লাগলে আওয়াজ দিয়েন [email protected]
at-least i can inform you what do you if you want to know anymore
৩| ২২ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮
ভোরের সূর্য বলেছেন: আমি ছোট্ট একটা কারেকশন করে দিতে চাই।
ঢাকা থেকে দিনাজপুরে এসি কোন বাস যায়না।গ্রীন লাইন রংপুর পর্যন্ত যায়।
ঢাকা থেকে একতা কিংবা দ্রুতযান ট্রেনে কোন এসি নাই।
ট্রেনে যেতে পারেন কিন্তু সময় লাগবে অনেক বেশী তাছাড়া সঠিক সময়ে ছাড়বে কিনা ঠিক নাই।
ঢাকা থেকে দিনাজপুর যেতে বাসই ভাল যদিও নন এসি।
@রাকীব ভাই আপনাকে নন এসি বাসের ফোন নং দিয়েছেন।
আমি শুধু আরেকটা তথ্য জানাতে চাই। যদি আপনি কিংবা আপনারা মহাখালী,উত্তরা,রামপুরা,গুলশান এই এলাকায় থাকেন তাহলে আপনাদের জন্য ভাল হবে উত্তরা আব্দুল্লাহপুর হয়ে যেসব বাস যায় সেগুলোতে যাওয়া।
সেক্ষেত্রে নাবিল পরিবহন,হানিফ পরিবহন,টি আর,শ্যমলী পরিবহন বাসগুলোতে যেতে পারেন।
৪| ২৩ শে জুন, ২০১৪ রাত ১২:২৫
কামরুল ইসলাম রুবেল বলেছেন: দিনাজপুরে কোন এসি বাস নাই। অবাক কান্ড
এমন গরীব এলাকা
৫| ২৩ শে জুন, ২০১৪ সকাল ৯:৪২
মুনিরেভ সুপ্রকাশ বলেছেন: অনেক ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
২২ শে জুন, ২০১৪ বিকাল ৫:৫৬
তাপদহন বলেছেন: গ্রীন লাইন রাজারবাগ ৬৫০ টাকা। এস আলম কল্যানপুর। গাবতলীতে অনেক বাসস্ট্যান্ড আছে।
ট্রেনে যেতে চাইলে দ্রুতযান সন্ধ্যা ৭ টা৩০ আর আছে একতা সকাল ৯টা ৫০।
একতায় এ সি নেই।