![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই পৃথিবির ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন ভগবান। ভগবান আবার এখানে ধর্ম নামের কোম্পানি বা ব্যবসা খুলেছে! ধর্ম নামের এই ব্যবসা দেখাশোনার জন্য আছে কিছু ম্যানেজার (ধর্মগুরু!)। পৃথিবির সবাই কোনও কোনও ধর্ম কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট!’- সম্ভবত সবারই জানা কথা। সবাই এগুলো দেখি, অনেকেই কিছু বলি না। আর তাই ভিন ‘গোলা’র’ পিকে চোখে আঙ্গুল দিয়ে জানাচ্ছে!!
২| ১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৫
মুনিরেভ সুপ্রকাশ বলেছেন: অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩০
দধীচি বলেছেন: মুভির শুরুতে দেখবেন বলা হচ্ছে আমাদের পৃথিবীর মত অনেক গ্রহ আছে , নক্ষত্র আছে সূর্যের মত যেখানে আমাদের মতই প্রানের অস্তিস্ত থাকতে পারে।। পরেই দেখবেন বলছে কিন্তু আমাদের নিকটবর্তী তারা তে যেতেই হাজার বছর লাগবে।। কি নাম সেই তারার??? বর্তমান আমাদের যে রকেট আছে তারগতি সেকেন্ড এ যা তা দিয়া ওই তারায় যেতে একটা শিশুর কত বছর লাগবে? ধরেন আলোর বেগে যদি আমরা কোনোদিন রকেট বানাই তবু একটি শিশুর সেখানে যেতে ৭০ বছর লাগবে । তাহলে ভেবে দেখুন কোথায় ৩৭ হাজার আর কোথায় আলোর বেগ ১ লাখ ৮০ হাজার...।। আর e=mc2 সূত্র মতে বস্তুর বেগ বাড়লে ভরও বাড়বে আর ভঁর বাড়লে জ্বালানী বাড়বে ... আর তাই আলোর বেগে যান তৈরি করলেও ওই তারায় জাওয়ার মত জ্বালানী দুনিয়ায় নাই... তার মানে এলিয়ান নিয়া গবেষণার দরকার ও নাই...। এবং আমাদের সাধ্য নাই নিকটবর্তী তারায় যাবো ত কিভাবে বাকি বিলিয়ন বিলিয়ন তারায় যেয়ে খুঁজবো ? তাই মুভির থিম এলিয়ান বিষয় টাই ফালতু । তবে রুপক ভাবে এলিয়ান এর থিম টা দুনিয়ায় এসে প্রশ্ন ছুড়ে দিয়েছে মুভির শেষ প্রান্তে......।। মুভিতে দেখানো হয়েছে এলিয়ান টা মূর্তি পেয়েছে মন্দিরে। চার্চ এ।। কিন্তু মসজিদে কি মূর্তি পেয়েছে?? মুস্রিক দের কে কুরানে মূর্তি পূজক হিসাবে বলা হয়েছে... তার মানে কুরান মতে তারা নকল গডের উপসনা করছে যা এলিয়ান মুভির শেষ সময়ে বলছে----- আসল গড নিজেই তার রক্ষার জন্য এনাফ, সে কারো মুখাপেক্ষী নয়... কারন সে আমাদের কে বানিয়েছে...............।। এই সেম কথাটি কুরানের কোন সুরায় আছে কেও বলবে ? মাজার বা কবরপুজাও ইসলামে নিষিদ্ধ । মুভি তে তাও দেখানো হয়েছে। পুরো মুভিতে ধর্মকে অবমাননা করা হইনি বরং ভণ্ড ধর্ম বেবসায়িদের মুখোশ উন্মোচন করা হয়েছে। মুভির আরেকটি দিক হল ছবিতে ন্যাংটা থাকার বিষয়টাকে বুঝানো হয়েছে কাক কাপর পরেনা তবে আমরা নেংটা থাকলে দোষ কি? কাক এর যে পাখনা আর পসম এ তার জন্য কাপড় এই কথা এলিয়ান কে বুঝাবে কে? জংলী রাও এখন কাপড় পড়ে কারন লজ্জা কি এটা যে বুঝে না সেই পশু আর যে বুঝে সে মানুষ । এই দিক থেকে সবাই ন্যাংটা হয়ে জন্ম নেয় , ন্যাংটা হয়েই কবরে যায় সাদা কাপড়ে জড়িয়ে । ইসলাম বলে প্রতিটা শিশু ইস্লামের উপরে জন্ম নেয় তাই আমির খান শিশুর সরিলে সিল খুজে বেড়ায় । ইসলাম বলে এই সিল অন্তরে লেগে যায় তার পরিবার আর পরিবেশ ধারা...। যদি সিল মোহর একবার পড়ে যায় তবে সে মুক , বধির , অন্ধ হয়ে যায় আর ভুল নাম্বার এ কল করে ......। যে গড আমাদের কে বানিয়েছে সে আমাদের কাছ থেকে কিছু চায়না , যে গড কে আমরা নিজের হাতে বানিয়ে টাকে পুজা করি সেই গড নকল গড ...। মুভির শেষ সিন এ এই কথাটাই পুরোহিত বলে রুপক চরিত্রের এলিয়ান। তবে মুভিতে মদ খাওয়া এবং ধর্মের মানুষ যেই হোক সে ভাল , মন্দ হতে পারে এর জন্য ধর্ম দায়ী না... এই বিষয়কে উপস্থাপন করে মদ খাওয়া আর যা ইচ্ছা তাই করাকে প্রাধান্য দিয়ে ভুল নাম্বার এ তারা নিজেরাই কল দিল...।। এখন বাংলাদেশের কিছু ভুল নাম্বার এর নাম নিচে দিলাম---- কুতুব বাগ...। দেওয়ান বাগী , মাজার পুজারি , মানতকারি খাদেম গুলি, নেংটা বাবা, টাইগার বাবা, বিড়ি বাবা, কুত্তা মা...। ইমাম মেহেদির সেনাপতি , তাবিজ কবজ যারা দেয় তারা...।। এইসব সহ সকল প্রকার মানুষ যারা ধর্মের নামে জীন এর বাদশা সেজে টাকা উপার্জন করে। আশা করি পিকে মুভি তাদের জন্য দাত ভাঙ্গা একটা মেসেজ ।