![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশ থেকে হরতাল বা অবরোধ বন্ধ করার একটা উপায় আছে। স্থায়ী ভাবেই এটা করা সম্ভব। খুব সহজ, এবং বিফলে মূল্য ফেরত টাইপের উপায়। আপাতত সাম্প্রতিক হরতাল বন্ধের একটা তড়িৎ উপায় বাতলে দেওয়া যাক।
এক্ষেত্রে উদ্যোগটা নিতে হবে বৃটিশ কাউন্সিলকে, বা এ লেভেল, ও লেভেল পরীক্ষা যারা নেয় তাদেরকে।বৃটিশ কাউন্সিল ইচ্ছে করলে হরতাল ঠেকাতে পারে! প্রতিষ্ঠানটি বলবে: হরতাল-অবরোধের মধ্যে এ লেভেল ও লেভেলের সকল পরীক্ষা ও ক্লাস বন্ধ থাকবে। এবং কোনও পরীক্ষা স্থগিত হয়ে গেলে সেটা এই বছর আর নেওয়া হবে না, এক বছর পর নেওয়া হবে। এর ফলে বিদেশে যাওয়ার ডিগ্রি প্রদান এক বছর বন্ধ থাকবে। নেতারা আর যাই করুক, আমার মনে হয় না নিজেদের আদরের ছেলেমেয়েদের জীবন থেকে এক বছর নষ্ট হতে দেবে! ওরা তো আর সরকারি প্রাইমারি আর হাইস্কুলের সাধারণ জনতার পোলাপান না! ঐ দিকে যে বাড়িগাড়ি সব পড়ে আছে, সেগুলো দেখাশুনা করার জন্যও তো তাড়াতাড়ি যেতে হবে!!
২| ২২ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১৮
♥কবি♥ বলেছেন: ঐ দিকে যে বাড়িগাড়ি সব পড়ে আছে, সেগুলো দেখাশুনা করার জন্যও তো তাড়াতাড়ি যেতে হবে!! সহমত!! নির্মম বাস্তবতা।
২২ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০২
মুনিরেভ সুপ্রকাশ বলেছেন: ধন্যবাদ!
৩| ২২ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৪
আজকের বাকের ভাই বলেছেন: সালাম বস, কই ছিলেন আপনি?
২২ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৩
মুনিরেভ সুপ্রকাশ বলেছেন: ওয়াসসালাম! এখানেই তো ছিলাম!!
৪| ২২ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২২
অেসন বলেছেন: British council ২১ ও ২২ তাং এর ও/এ লেভেলের পরীক্ষা বাতিল করেছে। Cancel ঘোষনার ১ ঘন্টা পর গতকাল বিএনপি পরীক্ষা হরতালের আওতামুক্ত ঘোষনা করেছে। কিন্তু British council এই সিদ্ধান্তে সন্তুষ্ট
হতে পারেনি বিধায় আগের সিদ্ধান্তে অটল রয়েছে। এ ক্ষেত্রে পূনপরীক্ষার কোন সুযোগ
নেই।
©somewhere in net ltd.
১|
২২ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০৭
কালের সময় বলেছেন: সরকারি দল বা বিরোধী দল কেউ দেশের জনগণের ভাল মন্ড দেখে না । তারা শুধু ক্ষমটা দেখে । হুম আপনার কথা গুলো তারা বিবেচনা করে দেখবে । আর অত দিনে দেশের সকল জনগণ মরে পরিষ্কার হয়ে যাবে। ভালো বলেছেন।