নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১। দক্ষিণ এশিয়ার কৃষিতে জলবায়ুর প্রভাব নিয়ে পোখরায় যে সভাটি অনুষ্ঠিত হয় তার ভ্যানুটা ছিল দারুণ। দেরি করে এসেছি বলে আগের রাতে ঠিক বুঝতে পারিনি, সকালে বিছানা থেকে জানালার পর্দা সরাতেই দেখি বিশাল পাহাড়ে মেঘ লুটিয়ে পড়ছে! এখানে চারপাশে শুধু পাহাড় আর পাহাড়, সঙ্গে একটা সুন্দর নদী, নাম সম্ভবত মারসিয়াংদি। আমরা ছিলাম এখানকার মূল টুরিস্ট এলাকায়। অনেকগুলো পাহাড়ের মাঝে গড়ে উঠেছে প্রচুর হোটেল। আমাদের অস্থায়ী আবাস ছিল Pokhra Village Resort- এ। বিছানা থেকেই উপভোগ করা যায় পাহাড় আর মেঘের মিতালি!
২। রুম থেকে দেখে যাকে নদী বলে ভুল করেছিলাম সেটা আসলে নেপালের দ্বিতীয় বৃহত্তম প্রায় প্রাকৃতিক লেক, নাম ফেয়া লেক। নেপালের অন্যতম পর্যটন আকর্ষণ। প্রায় প্রাকৃতিক বলছি এই কারণে যে, এটা প্রাকৃতিক ভাবে সৃষ্টি হলেও, এর পানি প্রবাহ একটি বাধ দ্বারা নিয়ন্ত্রিত হয়। প্রায় ৬ বর্গ কিলোমিটার আয়তনের এই লেকটি ভুপৃষ্ঠের প্রায় আড়াই হাজার ফুট উপরে অবস্থিত। এখানে প্রতিদিন প্রচুর পর্যটক আসেন এখান থেকে বিখ্যাত অন্নাপুরনাসহ বেশ কয়েকটি পাহাড় দেখা যায় বলে। আয়োজকদের পক্ষ থেকে আজ বিকালে একটা সেশান অনুষ্ঠিত হয় এই ফেয়া লেকের তীরের একটি রেস্টুরেন্টে। লেকে পর্যটকদের বিনোদনের জন্যও আছে নানা আয়োজন।
১২ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৩৯
মুনিরেভ সুপ্রকাশ বলেছেন: লেছেন: অনেক ধন্যবাদ। আমার ফেইসবুক পেইজ এ গেলে আরও কিছু ছবি পাবেন আশা করি।https://www.facebook.com/mujibul.munir
২| ১২ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৩৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল পোস্ট । আরো ছবি থাকলে বেশী ভাল হতো আরো
১২ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৪২
মুনিরেভ সুপ্রকাশ বলেছেন: অনেক ধন্যবাদ। আমার ফেইসবুক পেইজ এ গেলে আরও কিছু ছবি পাবেন আশা করি।https://www.facebook.com/mujibul.muni। আগের কয়েকটা পোস্টে আরও কিছু ছবি দিয়েছি।
৩| ১২ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৫৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: We couldn't find anything for
https://www.facebook.com/mujibul.muni
১২ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:১৭
মুনিরেভ সুপ্রকাশ বলেছেন: দুঃখিত, ছোট একটা ভুল ছিল, আশা করি এখানে পাবেন, https://www.facebook.com/mujibul.munir
৪| ১২ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:১৬
মেটাফেজ বলেছেন: আসল ছবি দেন। দিছেন আপনার ভুড়ির দুইদিকের ছবি
১২ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:১৯
মুনিরেভ সুপ্রকাশ বলেছেন: ধন্যবাদ!
৫| ১২ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:২১
মুনিরেভ সুপ্রকাশ বলেছেন: Click This Link এখানে গেলে পাবেন আরও দুটি লেকের ছবি।
©somewhere in net ltd.
১| ১২ ই জুলাই, ২০১৬ সকাল ১১:২০
ডি মুন বলেছেন: লেক, অদূরে পাহাড়, আর দারুণ রঙের নৌকা। সবমিলিয়ে সুন্দর ছবি।
আরো কয়েকটা ছবি দিলে ভালো হত।