![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জিপিএ ৫ পাওয়া ছেলেমেয়েরা ইংরেজি না জানার কারণে দেশের ভবিষ্যৎ ভেবে যাদের মন খারাপ তাদের ব্যাংকক আসা দরকার! ব্যাংককবাসীর ইংরেজি দৌড়ের দুইটি উদাহরণঃ
১। হোটেলের রিসেপশনিস্টের কাছে জানতে চাইলাম, মানি এক্সচেঞ্জ কোথায় পাব? উত্তরে ইয়েস ইয়েস বলতে হোটেল রুমের কয়েকটা ছবি দেখিয়ে আমাকে বলে, কোন রুম চেঞ্জ করতে চাও??!! আমার মানি এক্সচেঞ্জ কে ও বুঝেছে রুম এক্সচেঞ্জ!
২। শপিং মলে একজনকে জিজ্ঞেস করলাম, টর্চ লাইট পাওয়া যাবে এখানে? বিরাট সুরে হুম বলতে বলতে আমাকে নিয়ে অনেকটা পথ হেটে একটা জায়গায় দাঁড় করিয়ে চলে গেলো। দেখি সামনে সাবুজ আলোর বেকগ্রাউন্ডে সাদা অক্ষরে লেখা টয়লেট!!!! আমি বলি টর্চলাইট, ও বুঝে টয়লেট!!
১৪ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৩৯
মুনিরেভ সুপ্রকাশ বলেছেন: অনেক ধন্যবাদ!
২| ১৪ ই জুলাই, ২০১৬ সকাল ১০:১৯
SwornoLota বলেছেন: চাইনিজ আর ফ্রেঞ্চরাও , ইংরেজি আর ইংরেজ উভয়ই এড়িয়ে চলে বলে জেনেছি।
আমরা কতজন তো বাংলাটাই ঠিক মত শিখতে পারলাম নাহ!
১৪ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৩৯
মুনিরেভ সুপ্রকাশ বলেছেন: ঠিক বলেছেন। ধন্যবাদ!
৩| ১৪ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৪১
পবন সরকার বলেছেন: হুম মজার কাহিনী।
১৪ ই জুলাই, ২০১৬ সকাল ১১:২৮
মুনিরেভ সুপ্রকাশ বলেছেন: ধন্যবাদ!
৪| ১৪ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৫৫
সুমন কর বলেছেন:
৫| ১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৫
সৌরভ০৮ বলেছেন: ভাই থাই লোক তো তাও নিজের মত করে বুঝে নিয়েছে। চাইনিজ বেশিরভাগই দুইটা শব্দ জানে। no english. এবং খুব সুন্দর হাসি দিয়েই বলে।
১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:০১
মুনিরেভ সুপ্রকাশ বলেছেন: ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
১৪ ই জুলাই, ২০১৬ সকাল ১০:১৮
জুন বলেছেন: ওই দেশ কখনো ইংরেজদের কলোনী ছিল না। ওদের প্রাইমারী থেকে বিশ্ববিদ্যালয় লেভেলেও থাই ভাষাতে পড়াশোনা হয়। ইংলিশ স্কুল যে দু একটা তা খুব এক্সপেন্সিভ। এক ট্যাক্সিচালক এক যাত্রীকে বলেছিল "আমরা ইংরাজী শিখতে যাবো কেনো? দরকার হলে তুমি থাই ভাষা শিখে নাও"। তবে ব্যংককের বানিজ্যিক এলাকা ও কিছু শপিং মলে মোটামুটি ইংলিশ জানে নো হ্যাভ এর চেয়ে বেশি। আমি চেষ্টা করি টুকটাক থাই বলতে ওদের সাথে।
ভালোলাগলো।