![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাবছি একটা কবিতা লিখবো, সাজাবো শব্দের সুর
শব্দ খুঁজতে গিয়ে নিউরনে এসে ভিড় করে লাশের স্তূপ, সারি সারি!
ভাবছি একটা ছবিই আঁকবো, লাশের মিছিল, সুর-অসুর
অনুভব করি স্বজন হারাদের কান্নার রোল, আহাজারি।
কান্নাগুলো সাজিয়ে একটা গান লিখে ফেলবো ভাবছি
কান্নার নির্মম কারণদের অপ্রতিরোদ্ধ দস্যুতা আমাকে ক্রুদ্ধ করে
শোক, অস্থিরতায়, নিয়ত অসহায় আমি কাঁপছি!
শুধু স্রষ্টার কাছেই অভিযোগগুলো জমা রাখছি!!
২| ০১ লা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:০২
সৈয়দ আবুল ফারাহ্ বলেছেন: আমরা সবাই যদি স্রষ্টার কাছে আমরা যা মেনে নিতে পারছিনা সেগুলো জমা করি তাহলে যারা তাদের প্রয়োজনের কথাও বুঝতে পারছেনা তারা কি করবে ? শুধু স্রষ্টার কাছেই অভিযোগগুলো জমা রাখতে চাই না। বলতে চাই, নিজে করতে চাই - যা আমি পারি।
©somewhere in net ltd.
১|
০১ লা অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৫৪
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা ব্লগিং করেন বলে মনে হয় না