![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুদিন আসবে
সুলভে সর্বস্ব বিকোয় যে সখি , একদিন সে সতীত্ব খুঁজবে
উচ্ছন্নে যাওয়া বখাটে হন্যে হয়ে একদিন কৌমার্য খুঁজবে
রক্ত ঝরে যে নির্বাক রোহিঙ্গা শিশুর, জান্তা একদিন তাঁর কাছেই ক্ষমা চাইবে
ক্ষমতার লালসায় রক্ত পিপাসু সুচিরও একদিন অশ্রু ঝরবে
জনতার পিঠে চাবুক কষে উল্লাসে মত্ত শাসক একদিন বিলাপে বুক ভাসাবে
একদিন জনতাই হাসবে, সুদিন আসবে
সুদিন আসবে
বাংলাকে ব্যাঙ্গ গান গায় যে গায়ক, একদিন সে উচ্চাঙ্গ সঙ্গীত শিখবে
সব নেতা একদিন গণ মানুষের কাছেই ফিরে আসবে
এই দেশটা একদিন হাসবে, সুদিন আসবে
২| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪৫
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: চমৎকার ।ইনশাআল্লাহ সুদিন আসবে।আমরা আশাবাদী।আশা করতেও পারব না এতটা হীনমন্যতায় কেন ভুগবো ?
শুভ কামনা।ভাল থাকুন।
৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১:০২
আমপাবলিক বলেছেন: এই দুনিয়া আবার আমপাবলিকের অবে এডা কল্পনা করন যায় কোন দিন বাস্তবে দেহা লাগবে না।
©somewhere in net ltd.
১|
০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩২
নয়ন বিন বাহার বলেছেন: একদিন সব কিছু ঠিক হয়ে যাবে এটা পৃথিবীর সবথেকে বড় মিথ্যা।