![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চোখ বুঁজলেই তোমায় দেখি, আহা কত স্বপ্ন আঁকি
রঙ্গিন সূতায় হাওয়ায় ভাসি, বার বারই ভালবাসি!
চোখ খুললেই স্বপ্ন ভাঙ্গে, মন নদীতে বৃষ্টি নামে
চোখের জলে আগুন ধিকি, শুন্যতার পাহাড় ঢাকি
আমার রঙ্গিন মন খুন করেছ তুমি, তোমায় ভালবাসারই পণ করেছি আমি
মন মানে না প্রেমের ব্যকরণ, মনের টানেই ভাসাই আমার মন
তোমাতেই সুখ খুঁজি অকারণ, মনের মামলায় তুমিই আসামী
হউক তবে মনেই আনাগোনা, বাকি সব হউক অচেনা
তুমি বাদি হলে, মনের মামলায় আমিও আসামী!
২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২১
মুনিরেভ সুপ্রকাশ বলেছেন: ধন্যবাদ
২| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৩২
রাজীব নুর বলেছেন: সবাই কোনো না কোনো প্রেমের মামলার আসামী।
©somewhere in net ltd.
১|
২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৪
টুনটুনি০৪ বলেছেন: খুব ভালো লাগলো কবিতা।