![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্লাসের জন্য তৈরি রামিন! ইচ্ছা ছিল রামিন একটা বড় স্কুলে পড়বে, যেখানে বড় একটা মাঠ আছে, যেখানে অনেক বাচ্চারা পড়ে। বড় স্কুলে পড়লে হয়তো রামিনের মনটাও বড় হবে। আল্লাহর রহমতে বাসার কাছে নাম করা বিশাল বড় বড় বিল্ডিং আর বিশাল বড় মাঠ আছে এমন একটা সরকারি স্কুলে প্রথম শ্রেণীতে ভর্তির লটারিতে রামিন টিকেও গেল! ৯০০ এর বেশি আবেদন থেকে মাত্র ৩১ জনকে বাছাই করা হয়েছে সে স্কুলে। রামিনকে ভর্তির জন্য আজ গিয়েছিলাম সেই বিশাল বড় স্কুলে। দেখলাম স্কুল বড় হলেও শিক্ষকদের মন এখনও অনেক ছোট! চারদিকে ময়লা, অব্যবস্থাপনার ছাপ স্পষ্ট। ভর্তির চূড়ান্ত ফরম নেয়ার জন্য অভিভাবকরা সব অপরাধীর মতো হেডমাস্টারের রুমের সামনে দাড়িয়ে! হেডমাস্টার খুব বিরক্তি নিয়ে কথা বলছেন সবার সঙ্গে। ভাবখানা এরকম যে, কত বড় উপকার করছি দেখছেন?
ফরম নিয়েছি ঠিক, কিন্তু মনটা বেশ খচখচ করছিল।যে স্কুলে ঢুকতেই অব্যবস্থাপনা, যার প্রধান এরকম অস্থিরমতি, যার প্রধান মানুষকে সম্মান দিতে জানে না, সেখানে কী শিখবে আমার ছেলে?
ফরমটা নিয়ে এসে সোজা চলে গেলাম রামিন এখন যে স্কুলে পড়ে সেখানে, ভর্তিও সম্পন্ন! কাল থেকে রামিন তার প্রিয় আগের স্কুলেই যাবে ইনশাল্লাহ!
০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৮
মুনিরেভ সুপ্রকাশ বলেছেন: ঠিক বলেছেন ভাই! অনেক ধন্যবাদ।
২| ০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৭
সুমন কর বলেছেন: দুঃখজনক !! তার মানে, সেই সরকারি স্কুলে পড়াবেন না ??
রামিনের জন্য শুভকামনা.....
০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ৯:২০
মুনিরেভ সুপ্রকাশ বলেছেন: জি না, সরকারি স্কুলে ভর্তি করছি না! ইতিমধ্যে বেসরকারি একটা স্কুলে ভর্তি করে ফেলেছি!
৩| ০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: প্রতিষ্ঠিত নামকরা সরকারী স্কুলের দপ্তরিরাও এমন একটা ভাব করে যে, তাদের স্কুলে ভর্তি হয়ে আমরা দয়ার পাত্র হয়েছি...
০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৭
মুনিরেভ সুপ্রকাশ বলেছেন: ঠিক!
৪| ০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:০৯
ফারহানা শারমিন বলেছেন: কিচ্ছু বলার নেই।রামিনের জন্যে অনেক শুভ কামনা রইল।
©somewhere in net ltd.
১|
০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৯
চাঁদগাজী বলেছেন:
রামিন কোথায় পড়বে, কি খাবে, কখন বিয়ে করবে, সবই ঠিক করা আছে; আপনি অকারণে ছুটাছুটি করছেন। রামিন ভালো করুক।