নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোন ব্যক্তি আসলেই সৎ কিনা , তাঁর কথা আর কাজে মিল কতটুকু, সেটা বোঝার সবচাইতে কার্যকর উপায় হলো-তাঁকে কিছু সুযোগ বা ক্ষমতা দিয়ে দেওয়া। সুযোগ বা ক্ষমতা পেলেই একজন মানুষের আসল রূপটা বেরিয়ে আসে। নমুনা:
১. লাখো লাখো তরুণকে ধর্ম নামক আফিমের বাইরে এসে সমাজ পরিবর্তনের যিনি ডাক দেন, ক্ষমতা পেলে তাকেই দেখা গেলো সরকারি খরচে হজ্বে চলে যেতে!
২. ক্ষমতার বাইরে থাকার সময় কালো টাকার বিরুদ্ধে যিনি বই লেখেন, ক্ষমতা পেলে তিনিই বছরের পর বছর কালো টাকাওয়ালাদের পক্ষে অবস্থান নেন!
৩. সংবাদপত্রকে যে কবি বড়লোকের সম্পত্তি রক্ষার হাতিয়ার বলে গালি দেন, সুযোগ পেলে তিনিই আবার এক ভূমিদস্যুর পত্রিকার সম্পাদক হয়ে যান!
৪. সাংবাদিক হত্যার বিচারের জন্য যিনি সরকারকে ৪৮ ঘণ্টা সময় বেধে দেন, ক্ষমতায় গেলে ৪৮ বছর পরেও তাকে বলতে শোনা যায়, সরকার সম্ভব সব কিছু করছে, অধৈর্য্য হওয়ার কিছু নেই!
৫. আর্থিক খাতের নানা দুর্নীতি নিয়ে যিনি খুব সরব, ক্ষমতা পেলে তিনিই আবার কোটি টাকার ঝামেলায় জড়িয়ে যান
৬. ক্ষমতার বাইরে থাকলে যিনি নেতার গায়ের চামড়া তুলে ফেলতে চান, ক্ষমতার জন্য তিনিই কি না নিজের বাবার চেয়েও সেই নেতার নাম বেশি উচ্চারণ করেন! ইত্যাদি...
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪২
মুনিরেভ সুপ্রকাশ বলেছেন: ধন্যবাদ ভাই!
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৮
সুপ্ত শিপন বলেছেন: হক কথা।
©somewhere in net ltd.
১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৭
রাজীব নুর বলেছেন: চরম সত্য কথা গুলো লিখেছেন।