![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ও জনতা, জাগবা কবে?
তোমার এই ঘুম ভাঙ্গবা কবে?
ভেঙ্গে যে যায় সব কিছু,
তুমি ছুট লোভের পিছু!
তোমার ঘরে আগুন দিয়ে ভিন দেশে মহল উঠছে
তোমার নামেই জোর জুলুমে রাজার প্রাসাদ হাসছে!
শান্তির ধর্ম অস্ত্র হয়, তোমার ঘর জ্বলছে
বক ধার্মিক ধর্ম বেচে, তোমারই দেশ পুড়ছে!
তোমার রক্ত ঘাম হয়ে যায়, তোমার নেই মুক্তি
রুখে দিলেই টের পেতে হায়, তুমিই আসল শক্তি!
০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৫
মুনিরেভ সুপ্রকাশ বলেছেন: ধন্যবাদ
২| ০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:১৮
রাজীব নুর বলেছেন: জনতাকে জাগতে দিচ্ছে না---
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৩
কামরুননাহার কলি বলেছেন: বাহ খুব সুন্দর কবিতা। ভাইয়া জাগবে না জাগবে না জনতা। এরা ভয় পায়।