![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা অাগে বছরে ৫ টা বোনাস পেতেন, এখন পান সাড়ে তিনটা! অভাবটা পূরণ করতে কিছু সোনা হয়ত মাটি করতে হয়েছে, এ নিয়ে এত টানাটানি কেন রে ভাই?! এই ব্যাংকের সবাইকে কাজকর্মে অনুপ্রেরণা দিতে প্রতি বছর মূল বেতনের ৫ গুন দেওয়া হয় বোনাস বা প্রণোদনা ভাতা হিসেবে! এটাও নিতান্ত কম। শুনেছি তাঁরা দুপুরের খাবারের ভাতা পান, কিন্তু সকাল অার রাতের খাবার তাদের পকেটের টাকায় কিনতে হয়! অার তাই তো তারা রিজার্ভ চুরি, হলমার্ক, বিসমিল্লাহ, বেসিক ব্যাংক কেলেঙ্কারি থামাতে ঠিক মনোযোগ দিতে পারেন না! কী অার করা যাবে?!
দেশের সব রক্ষকরাই ভক্ষক হয়ে যাচ্ছে, এবং সেটা নির্লজ্জভাবেই!
(এই ব্যাংকে কর্মরত অন্তত তিনজনকে অামি চিনি, যারা অত্যন্ত সঙ্গে কাজ করেন, কিন্তু গুটিকয় দেশদ্রোহী লুটপাটকারীর জন্য তাদেরকেও লজ্জায় পড়তে হচ্ছে!)
২| ১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:১৭
রাজীব নুর বলেছেন: বাংলাদেশ ব্যাংকের ভল্টে সোনা, মিশ্র ধাতুতে রুপান্তর। ওই ভল্টে আমি যদি তামা রাখি তবে সেটা কি সোনায় পরিণত হতে পারে না প্রভু? এমন কারিশমা দেখাও হে ইশ্বর!!!
৩| ১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৯
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: স্বর্ণ চোরদের হাতুড়ি পেটা করার দায়িত্বটা আমাকে দেয়া হোক!!
৪| ১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৪০
বিদ্যুৎ বলেছেন: কিছু বলার নাই আবার হতবাক হওয়ারও কিছু নাই কারণ সোনা মাটি হয়ে তাও ভল্টে আছে কিন্তু এর আগে তো টাকা হাওয়া হয়েছে আবার তদন্ত রিপোর্ট আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে। বলতে পারেন বাংলাদেশের ব্যাংকের কিছুটা উন্নতি হয়েছে নিরাপত্তা ব্যবস্থা!!!!!!!!!!!!!!
৫| ১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৪
অক্পটে বলেছেন: ব্যাংক লুটটাকে আমি বড় ভালা পাই। ব্যাংক এবং লুট আমার সাথে অঙ্গাঅিঙ্গ ভাবে জড়িত। আমার শুরুইত হয়েছিল ব্যাংক লুটের মাধ্যমে। তারপর আমি যতবারই ফিরে ফিরে এসেছি ততবারই এইটাকে ভালা পাই।
৬| ১৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০২
ফেনা বলেছেন: তাদের ডলা দিতে আমি নতুন পদ্ধতি আবিষ্কার করছি।
আমাকে সুযোগ দেওয়া হোক।
পদ্ধতি- সিরিজ কাগজ দিয়ে সারা শরী্র প্রথমে ঘষে পরিষ্কার করে নিতে হবে। তার পর কামরাংগা মরিচের নির্যাস এবং লবণ মিশিয়ে মলম বানিয়ে লাগাতে হবে।
৭| ১৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৮
কাইকর বলেছেন: এগুলো বলে লাভ নেই ।সব মুখোশধারী চোরের মিলেই এগুলো করে
৮| ১৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৩
ল বলেছেন: এটাই তো চাই!! "
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অনুসন্ধান
☼ ভল্টে রাখা ৯৬৩ কেজি সোনা যাচাই করে গুরুতর অনিয়ম মিলেছে
☼ ছিল সোনার চাকতি, হয়ে গেছে মিশ্র ধাতু
☼ ২২ ক্যারেট সোনা হয়ে গেছে ১৮ ক্যারেট
☼ ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংককে এনবিআরের চিঠি
৯| ১৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এবার যদি অফিসারগুলোকে জেলে ভরা যেত, তাহলে অন্যরা সতর্ক হত...
১০| ১৭ ই জুলাই, ২০১৮ রাত ৯:৩৮
সুমন কর বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:১২
বিদ্রোহী ভৃগু বলেছেন: কি ভয়ংকর!!!!
এ দেখি সত্যিই হিরক রাজার দেশ !!!
যায় যদি যাক প্রাণ
হিরকের রানী ভগবান