নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ছোট মানুষ বলে, তুমি নীতি কথা শেখাও
বড় তুমি ধর্ম বেঁচে, ঈমান বেঁচে ঘুষ খাও!
কিছু বললেই ধমক দাও, করছি নাকি শোরগোল
তুমি-তোমরা আগুন জ্বালাও, কে লাগায় গণ্ডগোল?
চকলেট জামায় লেগে গেলে, তুমি বেজায় রাগ কর
তুমি মুখে সত্য গিলে, জাতির মুখ কালো কর!
ভবিষ্যতটা গিলে ফেলে, তুমি করছ উন্নয়ন
ছোট আমি অসহায়, জলে ভিজে দুই নয়ন।
বয়াম খোলে চিনি খেলে, তুমি ভীষণ রাগ কর
ধর্ষিতার কাপড় খোলে, তুমি শয়তান আমোদ কর!
ক্রিকেট বল গায়ে গেলে, তুমি কঠিন রাগ কর
কথায় কথায় মানুষ মেরে, রক্ত পানের ক্লাব কর?
আইডি কার্ড হারিয়ে গেলে, আমায় কর ডিজ- এলাঊ
তুমি তবে কেমন বড়, লাইসেন্স ছাড়া গাড়ি চালাও?!
তুমি এখন বড় বলে, কিছু বলতে পারছি না
মনে রেখো বড় হলে, সালাম তোমায় করছি না!
ছোট আমার কিছু নাই, তোমার জন্য নাই ক্ষমা
কিছু ঘৃণা এখন দিলাম, অভিশাপ রাখছি জমা!
২| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ৮:২২
ঈশ্বরকণা বলেছেন: সুন্দর !
৩| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ৮:৫০
বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন কবি
সহজ কথায় কঠিন সত্য তুলে ধরেছেন!
আজ বুঝী এসেছে সেই সময়-
কাল দেখলাম বিচারপতির গাড়ীর লাইসেন্স নাই!!!!
সাথে সাথে মন গেয়ে উঠল -
বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা
৪| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ৯:৪৬
রাজীব নুর বলেছেন: কবিতা ভালো হয়েছে।
৫| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ৯:৫১
মায়াবী ঘাতক বলেছেন: সহজ কথায় কঠিন সত্য তুলে ধরেছেন! অসাধারন।
৬| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ১০:০২
মলাসইলমুইনা বলেছেন: কবিতায় ভালো লাগা .....
৭| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ১০:১০
ওমেরা বলেছেন: সুন্দর কবিতা ।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ৮:১৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সঠিক। কথা সঠিক।