![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুই তো বাবা অনেক ভাল, সবই বুঝিস, দেখছিস না ঐটা একটা পাগল, বেয়াদব! তোর খেলনাটা ওকে দিয়ে আগে ঠাণ্ডা কর, তোকে পরে আমি এনে দেব!
এভাবেই শুরু হয় ভাল মানুষগুলোর প্রতি বঞ্চনার! এটা চলতেই থাকে, যতক্ষণ না ভাল ছেলেটাও একদিন চোখের পানি ফেলাটা বন্ধ করে, নাক ফুলিয়ে বলে উঠে- না, আর দেব না! ওকে দরকার হয় আরেকটা দাও! সেই যুক্তিসঙ্গত সাহস অনেকের যে থাকে না!
ভাল ছেলেরা, ভাল মানুষেরা ভালবাসা পায় বটে, কিন্তু প্রয়োজনে সেই ভালবাসা হাঁড়িতে চড়িয়ে স্বাদ আস্বাদন করতে গেলে থাকে মানহানির মারাত্বক আশংকা!
বঞ্চনার তাই অবসান আর হয় না! অল্পে তুষ্ট ভাল মানুষরা অবশ্য কিছু না পেয়েও সুখের দেখা পায়, আর অন্যরা পায় ভোগ বিলাস সমৃদ্ধ অসুখের নেশা!
১২ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১২
মুনিরেভ সুপ্রকাশ বলেছেন: ধন্যবাদ!
২| ১২ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৬
সম্রা৩২১ বলেছেন: ভাল লেগেছে।ধন্যবাদ
৩| ১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫১
রাজীব নুর বলেছেন: হুম।
©somewhere in net ltd.
১|
১২ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১১
নুরহোসেন নুর বলেছেন: যারা উচিত কথা বলে আর যারা সহজ সরল জীবন যাপন করে সঠিক পথে চলে,
তারা প্রতিটি পদে অবহেলা আর বৈষম্যের শিকার।
-অর্থপুর্ন কথাগুলো ভাল লেগেছে।