নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলি, কিছু কথা!

মুনিরেভ সুপ্রকাশ

খুঁজে ফিরি অর্থপূর্ণ জীবন!

মুনিরেভ সুপ্রকাশ › বিস্তারিত পোস্টঃ

যাহার জন্য প্রযোজ্য!

২৫ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪৬

কিয়ো বাইসাব, এই তা কাম?
এক ট্যাহার মাল, বিশ ট্যাহা দাম?
সারা জীবন করসুইন চুরি
কইরেয়া গেসুইন শিনাজুরি
অহন তো বাই বেহের বিফদ, একটু তামন যায় না?
বিবেক কি নাই আফনের? ঘরে নাই আয়না?
বাইসাব গো, মরতাইন না?
কয়দিন তাকবাইন? যাইতাইন না?
মাটির নিসে ব্যাংক নাই
ঘুষ দেওনের চান্স নাই!
হিসাব চাইবো চুরি লুটের, বেকতার হিসাব আছে?
কার কত মাইরেয়া কাইসুইন, হিসাব আল্লাহর কাছে!
কত লাগে? কত ট্যাহা?
জমি বাড়ি, ফুরা ঢাহা?!
অত ট্যাহা ব্যাংকে আফনের, সাগর কিনতে ফারুইন
ফরিবাররে বিদেশ রাইখ্যেয়া, একলা দেশে তাহুইন!
আহা, কত কষ্টে আসুইন!
কিন্তুক, ট্যাহা কই রাহুইন?
লাশের হাত বাইন্দেয়া রাখসে! কইনছে কেমুন লাগে?
আর কত চাইন তে? কত আর লাগে?
দেশটার তো ছোবলাও নাই? এত কিদা লাগে?

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৫২

এম ডি মুসা বলেছেন: কবিতা না গল্প না রম্য বুঝি বিষয় টি দ্বিধাবিভক্ত

২৫ শে জুন, ২০২০ রাত ৮:৫২

মুনিরেভ সুপ্রকাশ বলেছেন: ধন্যবাদ

২| ২৫ শে জুন, ২০২০ রাত ৮:০৮

রাজীব নুর বলেছেন: সহজ ভাষায় লিখুন প্লীজ।

২৫ শে জুন, ২০২০ রাত ৮:৪৮

মুনিরেভ সুপ্রকাশ বলেছেন: ধন্যবাদ! এটা কিশোরগঞ্জের ভাষায় লেখা

৩| ২৫ শে জুন, ২০২০ রাত ৯:২০

করুণাধারা বলেছেন: বহুদিন পর চমৎকার তীর্যক কবিতা নিয়ে এলেন। ++++

২৫ শে জুন, ২০২০ রাত ৯:৩৫

মুনিরেভ সুপ্রকাশ বলেছেন: অনেক ধন্যবাদ

৪| ২৫ শে জুন, ২০২০ রাত ৯:২৭

কবীর হুমায়ূন বলেছেন: ময়মনসিংহের ভাষায় লিখেছেন? ভাল হয়েছে। ভাল থাকুন।

২৫ শে জুন, ২০২০ রাত ৯:৩৫

মুনিরেভ সুপ্রকাশ বলেছেন: অনেক ধন্যবাদ

৫| ২৫ শে জুন, ২০২০ রাত ১১:৫১

নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.