![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ তাঁর নিজের প্রয়োজনেই বদলায়
দেবর-ভাবীর আলাপন-
ভাবী ভালো আছেন কেমন ?
আরে ওসব বলবেন না ভাই, নেতা খাতা মাঠে কেউ নাই !
ও ও ও আচ্ছা তাই কি...........
কেন তুমি চোখে কম দেখো নাকি ?
না না ভাবী সাহেব, সে রকম কিছু বলি নাই.........!
তাহলে বলেন কেন এসেছেন-
বলবো, আগে চা তো খাওয়াবেন ?
খাওয়াতে তো চাই, কিন্তু তোমাকে তো বিশ্বাস নাই !!
বিশ্বাস কইরা যারে বুকে টানি, শেষে আমি বাঁশের গীরা গুণী !
কেন গুনবেন না ভাবী ? আপনি হইলেন অশিক্ষিত মানবী !
পোলাডার হইলো চোরের নেশা, জামাত ইসলাম হট ব্যবসা !
কি বলতে চাইতেছেন ? শুনি-
নাহঃ তেমন কিছু বলিনি !
কত টাকা হইলো ইনকাম- মাথায় নিলাম কত বদনাম,
সরকার পতনের নামে গড়লাম জোট, ডাকলাম হরতাল অবরোধ !
বিশ নেতার হইবে বিশাল ইনকাম সে জন্য জোটে জামাত বাধলাম,
লাভ হইলো মোদের কি ? একলা পকেট ভারী করলেন আপনি !
মোদের আশা জামাত মিটাইলো, শত শতকোটি টাকা কোথায় গেলো ?
-হিসাব দেন ভাবী !!
ওঁওঁওঁ এ কারণেই বুঝি আপনার আসা ??
তাহলে শোনেন কাদের ভাই, চলেন চা খাই !
জামাতে আর আগের রস নাই, আমাদের উপর ওদের ভরসা বিশ্বাস নাই,
হাসিনাটাও বড্ডো শক্ত বেটী, মনে হয় বুঝে গেছে আমাদের চালাকি !
নইলে এতো থ্রেড দিলাম, তবু নড়িলনা চুল পরিমান !
যাক ভাবিসাব এখন ওসব কথা রাখেন,
জোটের ইনকাম খরচের হিসেবটা পাঠায়ে দিবেন !
সাথে খেয়াল রাখিবেন সদায় সোনার ডিমের হাঁস জামাত যেন
হাতছাড়া না হয়
২| ০৬ ই আগস্ট, ২০১৬ রাত ১০:২৮
অসমাপ্ত কাব্য 21 বলেছেন: ঐ বেশিটুকু হইলো যমুনা সেতু পার হওয়ার টোল !তা না হইলে তো খালেদা জিয়া যমুনা সেতু পার হইতে পারবে না
©somewhere in net ltd.
১|
০৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭
চাঁদগাজী বলেছেন:
কাদের সিদ্দিকী পাওনার চেয়ে বেশী দখল করেছেন, বেশী ভোগ করছেন