![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ তাঁর নিজের প্রয়োজনেই বদলায়
ভাবি আপনার বিয়ে হয়ে কত বছর আগে ? ছাব্বিশ বছরে চলে ! তাহলে খলিলের (প্রথম সন্তান) বয়স কত ? পঁচিশ বছর ! মানে বিয়ের একবছরের মধ্যেই প্রথম সন্তান জন্ম নেয় !
অর্থাৎ ১৯৯০ সালে এই বীর মুক্তিযোদ্ধা বিয়ে করেন !
ভাই আপনি কার নেতৃত্বে কোন সেক্টরে যুদ্ধ করেছিলেন ? বলে- ভারতে গেছিলাম ট্রেনিং দিতে (এলোমেলো ভাবে) ! তারপর ? কাজ আছে এই বলে মাঠে গরু-ছাগলগুলো বাঁধতে যায় !
আসলে অঙ্ক সাবজেক্টে চিরকালের দুর্বলতা এখনো রয়ে গেলো আমার ! তাই পঞ্চান্ন কিংবা সাতপঞ্চাশ (সর্বোচ্চ) বছরের এই মহাবীর মুক্তিযোদ্ধার বায়োডাটা ভেরিফিকেশন করতে পারতাম !!
লক্ষ লক্ষ শিক্ষিত বেকার দেশে ঘোড়ার ঘাস কেটে বাবার চক্ষুশূলে পরিণত, কিংবা বাবার শেষ সম্বলটুকু ভিটেমাটি বিক্রি করে অতঃপর মালয়েশিয়ার পাম বাগানে নয়তো কোনো মরুদ্যানের রাখাল ছেলে হয়ে দেশের রেমিটেন্সঽএ অবদান রাখে ! কেননা ওই কয়টা বিদেশী এনজিও বা দেশীয় ফুডপ্রোডাক্ট কোম্পানি আর কত বেকারের অন্ন্যের সংস্থান করে দিবে ! সরকারি চাকুরীর পিছনে ঘুরে তো হাতে ভাঁঙ্গা থালা উঠতে বসেছিলো, অনেকে তো বিপথগামী হয়ে অতঃপর জীবনটাকেই শেষ করেছে নয়তো করতে বসেছে ! কারণ, ওসব চাকুরীর কনফার্মেশন টিকেট তো মামাদের ফিক্সড প্রাইজের দোকানে ঝোলানো থাকে !!
যদিও না খেয়ে মরার দুর্বিক্ষের কথা ইতিহাসে পড়েছি, কিন্তু বেকার দুর্বিক্ষের কথা মাথাপিছু ১৪৫০ ডলারের কারণে চাপা পড়ে যায় ! ইতিহাসের পাতায় কোনোদিন ছাপা হয় না বেকার যুবকটির আত্মহননের কথা !
যেহুতু স্বাধীনতার পরবর্তী প্রজন্মগুলো মুক্তিযোদ্ধাদের রক্তে অর্জিত তাদের স্বাধীন ভূখণ্ডে বাস করে ! এ ভূখণ্ডে বাস করতে হলে চাকুরীর বয়সের সীমাবদ্ধতা মেনেই মামাদের অগ্রিম টোল-ট্যাক্স দিতে হবে ! আর মুক্তিযোদ্ধাদের ইতিহাস গিলতেই হবে ! অথচ যেই সল্লু মাল্লুরা মুক্তিযোদ্ধাদের নাম ভাঙিয়ে তখন চুরি-ডাকাতি, জবরদখল করলেও আজ তাঁরা সম্মানী বীর, কারণ আমরা তো তাদের সেসব বীরত্বের কর্মকান্ড দেখিনি তাই.....! কিন্তু এটুকু দেখেছি- বড় আঁকারের বিষ ফোঁড়ার দাগকে 'মুক্তিযুদ্ধের সময়ে গুলি লাগার জখম' দেখিয়ে এখন পঙ্গু না কি যেন আহত ভাতাও মাসিক বেতনের সাথে উঠায় ! আর এই বেতন নাকি তাদের নাতি-পুতিরাও পাবে !
পক্ষান্তরে, মহান মুক্তিযুদ্ধের প্রকৃত সৈনিক যোদ্ধাদের বঞ্চিত হতে দেখেছি, লোকমুখেও শুনেছি 'ইনি মুক্তিযোদ্ধা ছিলেন' এবং তাদের মুখে যুদ্ধের অনেক গল্প শুনেছি অথচ তাদের ভাতা তো দূরের কথা সার্টিফিকেট নেই বা আছে কিন্তু আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে ওসব ভাতা-পাতার ধার ধারেনা !!
সরকারী এই ব্র্যান্ড এম্বাসেডর দলটির মধ্যে কতজন প্রকৃত মুক্তিযোদ্ধা আছে ( সম্মানী ভাতার অধিকার প্রাপ্য ) তা গুনে গুনে বলে দিতে মনে হয় অঙ্ক শাস্ত্রে ভালো মেধাবী হওয়ার দরকার হয় না !
কে বলবে দেশের বর্তমান বেতন-ভাতা প্রাপ্ত শতকরা আশিভাগ চুক্তিযোদ্ধাই অস্ত্র হাতে নেয়নি এ কথা ? তবুও এদের মুক্তিযোদ্ধা হিসাবে মানতে হচ্ছে তাদের অর্জিত ভূখণ্ডে আমাদের !
©somewhere in net ltd.