![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ তাঁর নিজের প্রয়োজনেই বদলায়
নৈঃশব্দের অন্ধকার গলে কোমল নারীর সুগন্ধী পাখা
কোমল বিছানার সীমানা পেরিয়ে সংরক্ষিত ভুবনে !
জেগে ওঠে কঠিন চিতা; তবু ভয়হীন দুটি চোখ !
পলকহীন দৃষ্টির আলিঙ্গনে উজাড় মৌনতা ভাঙে !
উড়ে যায় লেহাজী পাখি; এখন নামবে ঝড় !
অপবিত্রতার ইচ্ছুক বাসনা এরপর !
শব্দহীন শব্দের মিনতী, উচ্ছাসের পারাবারে !
সৃষ্টির উল্লাসে কাঁপে নারী; কাঁপে অধর যুগল !
শত শতাব্দীর ক্ষুদা; ক্ষুদার্থ ঠোঁটের আহ্বানে !
আজ পূর্ণ কর আমায়, হে রক্তিম পুরুষ !
শক্ত বাহুর কঠোর চোয়াল বেয়ে ঘর্মাক্ত দেহের প্লাবনে,
ভেজা নারী শুষে নেয় লোনা স্বাদ নিবিড় আলিঙ্গনে !
ক্ষুদার্থ সিংহীর মুখে লড়ছে উলঙ্গ সিংহ পুরুষ প্রানপনে !
শৈবাল দীঘির জলে শিশিরেরা নামে ঘনকুয়াশার বেগে !
প্রচ্ছদের পর্দা ছিঁড়ে নেমে আসে যৌবনের বীজ ! এভাবে-
প্রতিটা রাত আসে নব পুরুষের রণতূর্য্যের ডংকারে বেঁজে,
ঘনঃশ্বাসের প্রলয় নিশানে; যৌবনের উঠোনে !
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৯
বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।
আপনার এবং আপনার পরিবারের সবাইকে ঈদের শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৪৮
মামুন ইসলাম বলেছেন: ভালো কবিতা ।