নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো অন্ধকারের মধ্যে পার্থক্য নিরুপন করাটা কি কঠিন ? হয়তো........নয়তো.......! দেখা যাক.........

অসমাপ্ত কাব্য 21

মানুষ তাঁর নিজের প্রয়োজনেই বদলায়

অসমাপ্ত কাব্য 21 › বিস্তারিত পোস্টঃ

হয়তো তুমি জানোনা; আমি তার অন্তটাও জানি !!

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১৯

তোর্ দেহের সবকটা গ্রন্থির পথ হেঁটে
তবেই না চিনেছি তোকে নারী !
ইতিহাসের কোন পৃষ্ঠাটা উল্টাইনি তোর জন্যে ?
তোর জন্যে কালো রাত্তিরের মদ গিলেনি কোন পুরুষ ?
বলতে পারিস তুই; তোর অন্তনীলের শেষ পদ্মটার নাম ?
আমাকে চেনাতে এসোনা নিজেকে; শব্দহীন আলোয়,
মাঝ রাত্তিরের কুয়াশা ভেদ করে নিষিদ্ধ অন্ধকারে !
ইতিহাসের পোড়া মাংসের গন্ধে বাতাস যে আজ ভারী !!
এইতো একটু ভালোবাসার প্রচেষ্টায় অনাথ কবির ভিক্ষাবৃত্তি,
নেশাচুর হয়ে মাতাল প্রেমিকের পথের পরে উল্টে পড়া-
দেখে দেখে অভ্যস্থ পথিক; আজ নিজেই নতুন কবিতা !
প্রচ্ছদের ভাঁজে লুকোনো নারীর অবয়ব খুলে দেখা;
পুরুষ শিরদাঁড়া বেয়ে অজস্র শেয়ালের আনাগোনা,
অনুভূতির মগডালে বাসা বেঁধে আছে কাক-শকুনেরা; কিংবা-
শশান ঘাঁটের চিতাদহ ছিঁড়ে প্রেতাত্মার কালো ধোয়া;
দেহ নির্যাসের একমুঠো ছাঁই নিজ হাতে উড়িয়ে দিলে !
মনে পরে সেদিন কত বৃষ্টি ঝরেছিল আকাশ ভেঙে ?
ভিজেছিলে তুমিও তো সেদিন নারী; হয়তো উল্লাসে !
সেদিনের ছাইগুলো বৃষ্টিস্নাত সবুজ পল্লবে সেঁজেছে আজ,
তোর উল্লাসের রক্ত কবির কলম ফেঁটে বইছে ধারা,
কোন কবি লিখেনি দুটি লাইন ইতিহাসের পাতায় ?
ইতিহাসের পথ বেয়ে নারী তুমি যে হতাশার অন্ধকারে
হয়তো তুমি জানোনা; আমি তার অন্তটাও জানি !!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.