![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ তাঁর নিজের প্রয়োজনেই বদলায়
বাংলাদেশে আমরা কেউ মুসলিম কেউ হিন্দু আবার কেউ অন্যান্য !
আসলে- বাংলাদেশে ধর্ম আর ধার্মিক মানেই ভারত পাকিস্তানী ধর্ম !
অর্থাৎ ভারতীয় হিন্দু সম্প্রদায় যেমন উপমহাদেশের সর্বত্র ছড়িয়ে আছে তেমনি পাকিস্তানী মৌদুদীবাদী মুসলিম সম্প্রদায়ও !!
সামাজিক, রাজনৈতিক,ধর্মীয় আদর্শগত কোনো দিক দিয়েই এ দুটি সম্প্রদায় কখনোই সহাবস্থানে বিরাজ করতে পারেনি আর পারবেও না কোনোদিন !!
এ ক্ষেত্রে এদের ধর্মীয় নেতারাই দায়ী অর্থাৎ উভয় সমাজেই ধর্মের নামে সাম্প্রদায়িক উগ্রবাদ প্রচার করছে !!
বাংলাদেশে সাম্প্রদায়িক প্রতিহিংসা মূলতঃ ভারত পাকিস্তান কেন্দ্রিক ! যেহেতু বাংলাদেশ মুসলীম সংখ্যাগরিষ্ঠ দেশ সুতরাং এখানে পাকিস্তানী মৌদুদীবাদের শক্তি আধিক্য থাকাটাই প্রবল ! ভারত যেমন আরএসএস কর্তৃক প্রভাবিত ও নিয়ন্ত্রিত তেমনি বাংলাদেশও মৌদুদীবাদী সম্প্রদায় কর্তৃক নিয়ন্ত্রিত !!
অতএব, সংখ্যালঘুদের উপর নির্যাতন যে থেমে থাকবে কোনোদিন এটা মনে করাও নেহাত আহাম্মকী বরং বাড়তে পারে এটাই বাস্তবতা !!
আইন করে অপরাধীদের শাস্তি দিলেই যে সাম্প্রদায়িক নির্যাতন বন্ধ করা যাবে বলে বিশ্বাস হয় না ! যদি এ নির্যাতন বন্ধ করতে বা কমিয়ে আনতে হয় তাহলে ধর্মীয় সংস্কার আনতে হবে !
যেমন-1. ধর্মের নামে অন্ধ-নির্বোধদের পাশাপাশি ধর্মীয় নেতাদের অপপ্রচারঃ বন্ধ করতে হবে হবে !
2. যে কোনো উস্কানি দাতাদের আগে শাস্তি দিতে হবে !
3. জনগণকে সচেতন হতে হবে !
4. বাংলাদেশে জামাত-শিবির তথা কওমি মাদ্রাসাপন্থী আলেম-ওলামা নামধারী বিবীখোরদের ওয়াজ নসিহতি ব্যবসা বন্ধ করতে হবে !
5. ইসলামের বা কোরয়ান-হাদিস ব্যাখ্যার নামে যারা সুকৌশলে সাম্প্রদায়িক ব্যাখ্যা বিশ্লেষণ তুলে ধরে এবং এসব ব্যাখ্যা বিশ্লেষণমূলক চটি বই বাজারে প্রকাশ করে ব্যবসা করে; তাদেরকে চিহ্নিত করন সহ এসব ব্যবসা বন্ধের পদক্ষেপ নেওয়াটা অতি জরূরী বলে মনে হচ্ছে !!
উল্লেখ্য যে, 2013 সালে রাজাকার দেলোয়ার সাঈদীর বিচারের রায়কে কেন্দ্র করে সারা বাংলাদেশে যা ঘটেছিলো সেটাও ছিল এই পাকিস্তান পন্থী মৌদুদীবাদের চিন্তা চেতনার ফসল !!
এ প্রসঙ্গে আপনাদের সুচিন্তিত মতামত আশা করছি:
২| ০২ রা নভেম্বর, ২০১৬ সকাল ৮:৩৩
মুহাম্মাদ রকিব হাসান বলেছেন: মওদুদিবাদী আর আহলে সুন্নায় ওয়াল জামাতকে এক মনে করছেন।একটু শিখুন, একটু পড়ুন। জানতে পারবেন।
©somewhere in net ltd.
১|
০২ রা নভেম্বর, ২০১৬ ভোর ৪:৫১
.............. বলেছেন: কোরান নতুন করে লিখা ছাড়া সন্ত্রাস দমন করা যাবে না। কোরানের জিহাদী, হত্যা, ধর্ষন ইত্যাদি অংশ বাদ দিয়ে নতুন করে লিখে আগামী প্রজন্মের মুসলমানদের শিক্ষিত করতে হবে।