| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসমাপ্ত কাব্য 21
মানুষ তাঁর নিজের প্রয়োজনেই বদলায়
ধর্ম একটি মত একটি পথ ! এটা জীবনের অন্যান্য সাধনার মতো একটা অপার্থিব সাধনা ! ধর্মগ্রন্থও একটা বিজ্ঞান; নিজেকে ভেঙ্গে নিজেকে গড়ার বিজ্ঞান ! বিজ্ঞান যেমন পার্থিব সুখ ভোগ বিলাসের কারিগর তেমনি ধর্ম পার্থিব জীবন এবং অপার্থিব অর্থাৎ মৃত্যুর পরবর্তী জীবনের সুখ সঞ্চয়ের কারিগর ! এখানে বিজ্ঞান ধর্মকে বায়বীয় বা কাল্পনিক মনে করে অথচ ধার্মিকেরা বিজ্ঞানের অবদান বা কল্যাণকে বিজ্ঞানীর মাধ্যম দ্বারা ঈশ্বর প্রদত্ত কল্যাণ মনে করেন ! অর্থাৎ ঈশ্বর সর্বকিছু সৃষ্টি করে অতঃপর তাঁর সৃষ্টির মাঝেই নিজেকে আত্মগোপন করেন, তাই তিনি নিরাকার ! সৃষ্টি জগৎ ঈশ্বরের নিগূঢ় রহস্যের খেলা, আর মানুষকে দিয়েই তিনি (ঈশ্বর) এ খেলাটা খেলেন ! তাই সৃষ্টির নিগূঢ় রহস্যের কারণেই যেমন সাগরের তলদেশে মনি মানিক্য রেখেছেন তেমনি শত শতকোটি মানুষের মধ্যে রেখেছেন হাতেগোনা বিজ্ঞানিক,ডাক্তার,ইঞ্জিনিয়ার, প্রেসিডেন্ট,প্রধানমন্ত্রী সহ কত প্রকারের জ্ঞান বুদ্ধির মানুষ ও প্রাণিকুল !
এ তো গেলো ঈশ্বর ও ধর্মবিশ্বাসীদের সাধনালব্ধ জ্ঞানের কথা.........
এবার আসি এ লেখার মূল উদ্দেশ্য প্রসঙ্গে ! ব্লগিং জীবনে অসংখ্য লেখক তথা চিন্তাবিদদের ভাবধারা দেখেছি এবং তাঁদের কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং এখনো শিখছি ! তবে যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আহত হয়েছি; তা হলো আস্তিক নাস্তিক ভাবধারার প্রসঙ্গ নিয়ে !
তাই এতবড় প্লাটফর্মে বিজ্ঞজনদের সাথে তর্কে-বিতর্কে জড়াতে না চাইলেও নাস্তিক্যবাদীদের সম্পর্কে বলতে হচ্ছে যে, আপনারা বাক স্বাধীনতা, মুক্ত চিন্তার ব্যানারে এসে ধর্ম এবং ধার্মিকদের যেভাবে আক্রমণ করেছেন আঘাত করেছেন বিভিন্ন উদ্ভ্রান্ত কথা, পোস্টার, কার্টুনের মাধ্যমে ঠিক ততটা আক্রমণ আস্তিক্যবাদীরা কখনোই আপনাদের করেনি ! আপনারা যেমন ধার্মিকদের উত্যক্ত করে চলেছেন, ধার্মিকেরা তাঁর সমান আঘাত করলে পৃথিবীতে আপনাদের অস্তিত্ব বিলীন হয়ে যেত বহু আগে ! আপনি হয়তো বলবেন আপনি আপনার বাক স্বাধীনতা প্রকাশ করছেন আর ধার্মিকেরা পাল্টা অস্ত্রাঘাত করতেছে ! এক্ষেত্রে আমি বলবো- 'ইট মারলে পাটকেলটি খেতেই হয়'......ম্যান ! আমি জানি আমার এ মন্তব্যের জন্য আমাকে জঙ্গি ভাবতে কোনো অসুবিধা হবার কথা না
আমাকে জঙ্গি ভাববার আরও একটা কারণ আছে আপনার, সেটা হলো আমি মুসলমান ! হ্যা ! আপনার বাক স্বাধীনতা বা মুক্ত চিন্তার দোহাই দিয়ে পর্দার আড়ালে বসে কুকুরের লেজ নাড়ার মত মুক্তক্ষেত্র তৈরী করতে প্রধানতঃ মুসলিমদেরকেই টার্গেট বানিয়েছেন আপনি ! কেননা মুসলিমরা একটু সৎ সাহসী ও দৃঢ়চেতা সম্পন্ন জাতি তো ! বাকিরা তো বিচি ছাড়া তাই আপনার কর্মের প্রতিবাদ করে না বলে তাঁরা সভ্য জাতি
সত্যিই ম্যান আপনাদের অনেক বুদ্ধি
বর্তমান পৃথিবীতে একমাত্র ইসলাম ধর্মানুসারীদেরই নিজ ঈমানী শক্তি নিয়ে আত্মবিশ্বাসী বলে মনে হয় ! তবে একটা কথা মনে রাখবেন- ইসলাম ধর্ম তথা কোরআনের আবির্ভাব কিন্তু অন্ধকার যুগেই ঘটে অতঃপর সমগ্র দুনিয়াকে আলোকিত করে ! সুতরাং আল কোরআন কিন্তু ধ্বংস করার বস্তু নয় ! আপনার মদ গাঁজা আফিমের নেশার দ্বারা কোরআনকে পাল্টাতে পারবেন না বরং ধার্মিকেরাই শক্তিশালী হবে আরও ! এই যেমন ধরুন জংগী গোষ্ঠী আপনাদের মতোই কোরআনের অপব্যাখ্যা করে নিজ ভাবনা মতবাদ কোরআনের নামে চালাতে গিয়ে তাঁরাও ধ্বংসের দ্বারপ্রান্তে !
২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৯
অসমাপ্ত কাব্য 21 বলেছেন: কাজী নজরুল ইসলাম নাস্তিক ছিলেন না; তবে ধর্মান্ধদের বিরুদ্ধে উজ্জ্বল নক্ষত্র ছিলেন !
২|
২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১৬
প্রশ্নবোধক (?) বলেছেন: লিখতে থাকুন। ভাল লিখেছেন।
২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৩
অসমাপ্ত কাব্য 21 বলেছেন: আন্তরিক ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৮ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০৭
রাসেল ফেরদৌস নূর বলেছেন: তাই তো আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলে গিয়েছেন ......
তোমার বাণীরে করিনি গ্রহণ ক্ষমা কর হজরত।
মোরা ভুলিয়া গিয়াছি তব আদর্শ, তোমারি দেখানো পথ ॥
এই ধরণীর ধন-সম্ভার - সকলেরি তাহে সম অধিকার;
তুমি বলেছিলে ধরণীতে সবে সমান পুত্র-বৎ ॥
তোমার ধর্মে অবিশ্বাসীরে তুমি ঘৃণা নাহি ক’রে
আপনি তাদের করিয়াছ সেবা ঠাঁই দিয়ে নিজ ঘরে।
ভিন্ ধর্মীর পূজা-মন্দির, ভাঙিতে আদেশ দাওনি, হে বীর,
আমরা আজিকে সহ্য করিতে পারিনে’ক পর-মত ॥
তুমি চাহ নাই ধর্মের নামে গ্লানিকর হানাহানি,
তলোয়ার তুমি দাও নাই হাতে, দিয়াছ অমর বাণী।
মোরা ভুলে গিয়ে তব উদারতা সার করিয়াছি ধর্মন্ধতা,
বেহেশ্ত্ হ’তে ঝরে নাকো আর তাই তব রহমত ॥