নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো অন্ধকারের মধ্যে পার্থক্য নিরুপন করাটা কি কঠিন ? হয়তো........নয়তো.......! দেখা যাক.........

অসমাপ্ত কাব্য 21

মানুষ তাঁর নিজের প্রয়োজনেই বদলায়

অসমাপ্ত কাব্য 21 › বিস্তারিত পোস্টঃ

হে নারী ! আগে তুমি নারী হও;

২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৬

পুরুষ:
তুমি খুঁজেছো নারী; খুঁজেছো তাঁর অন্ধ ভালোবাসা
পুরুষ, বিনিময় হয়েছো দেবদাস; ভিঞ্চি, জুলিয়াস-সিজার,
পুরুষ তুমিই তো জীবন উৎসর্গ করো নারীর তরে তাই না ?
আবার তুমিই পড় প্রেমিকের নীল খামে আঁকা চিঠিখানা,
মনে ভাবো তোমার জন্যেই বুঝি নারী লিখেছে 'ভালোবাসি' !
চিঠির পাতায় রক্তাক্ষরের লেখা; ভেবেছিলে নারী কত বোকা !
বোকা ভেবেই তো তাকে আরও বেশি আগলে রাখতে চেয়েছিলে !
আসলে কি যানো ? পুরুষ তুমি নিজেই বড় বোকা; নারী নয় !

নারী:
তুমি চেয়েছো কবিতা; গুনে গুনে কমপক্ষে বারো খানা কবিতা
নারী তোমার জীবনে যত পুরুষ আসবে; প্রত্যেকের কবিতা,
নারী তুমিই কি পুরুষের ভালোবাসা চেয়েছো প্রতিটা ক্ষণের ?
হ্যা চেয়েছো ! তবে পুরুষের নয়; স্বপ্ন পুরুষের ভালোবাসা !
নারী তোমায় জড়িয়ে ধরা পুরুষগুলো তোমার প্রয়োজনের !
নারী তোমার অবোধ তৃষ্ণার্ত পুরুষেরা কি জানে সে কথা ?
নারী তুমি তো ভেদ করতে দাওনি তোমার রহস্যের ইন্দ্রজাল !
হে নারী আগে তুমি নারী হও; দেখবে প্রতিটা পুরুষই স্বপ্নপুরুষ !

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০২

ভাবুক খোকা বলেছেন: নাইস ভাই

০৭ ই মার্চ, ২০১৭ রাত ১২:০১

অসমাপ্ত কাব্য 21 বলেছেন: ধন্যবাদ !

২| ২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৮

শাহরিয়ার কবীর বলেছেন:
নারী ও পুরুষ নিয়ে খুব সুন্দর লিখেছন!

২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৩

অসমাপ্ত কাব্য 21 বলেছেন: কবিকে অপমান করার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি :) সেই সাথে-
শুভ কামনা রইলো !
ভালো থাকবেন.......

৩| ২৪ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২১

ধ্রুবক আলো বলেছেন: পুরুষ বোকা বটে, তবে নারী চারগুন বোকা বেশিই।
কাব্য ভালো লাগলো ++। শুভ কামনা...;

২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪২

অসমাপ্ত কাব্য 21 বলেছেন: আপনিও নিরন্তন ভালো থাকুন !
শুভ কামনা রইলো !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.