![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ তাঁর নিজের প্রয়োজনেই বদলায়
আচ্ছা ভাই শশুর বাড়ীর সাথে কুটুম্বিতার সম্পর্ক তো বিয়ের মাধ্যমেই হয় ! কোনো কারণে যদি (ডিভোর্স আইনের মাধ্যমে) সেই সম্পর্কচ্ছেদ ঘটে যায় তাহলে সালা-শালী ইত্যাদি সম্পর্ক কি বর্তমান থাকে ? এরপর থেকে তো শ্রাদ্ধের দাওয়াত (যা এলাকা বা সমাজব্যাপি করা হয়) ছাড়া আত্মীয়তার সম্পর্কের কোনো দাওয়াত কপালে জোটার কথা না !
হ্যা ! আমাদের দেশে এখনো দেখা যায় এমন লোক আছে যারা ডিভোর্স এর পরেও শশুর বাড়ী হিসেবে দাওয়াত পাইতে এবং খাইতে চায় !!
আরে মশাই আপনি তো শশুর বাড়ির কাউকেই মানতেন না, সাথে যুক্ত আছে আপনার অন্যান্য দোষ-ত্রূটি অর্থাৎ নিজ চরিত্রের কারণেই ডিভোর্সি, আপনি কিভাবে কুটুম্বিতার অধিকার দাবি করবেন ??
আপনি সংবিধান মানবেন না, আইন মানবেন না, ঘাড় ত্যাড়ামি করে নির্বাচনে অংশ নিবেন না আবার নির্বাচিত সরকারকে অবৈধ সরকার বলবেন, এসব ত্যাড়ামি ব্যারামি সং ঢং করতে করতে আইনানুসারে আপনার নিবন্ধন বাতিল হয়ে গেলে তাও মানবেন না; মশাই আপনি কোনটা মানেন আর মানবেন ? নিজের ইচ্ছেমতো যেভাবে সব চাইতেছেন; মনমত হইলে মানবেন নইলে মানবেন না, দেশটা কি আপনার বাপ্-দাদার সম্পত্তি ??
মনমত সব চাইতে পাইতে গেলে কপালখানা পুড়ে ছাই হতে পারে এ শিক্ষা কি এখনো হয়নি আপনাদের ? হলে হোক আর না হলে না হোক, দেশ এখন উন্নয়নের মহাসড়কে; এটাই জনগণের প্রত্যাশা ছিল ! আপনাদের নির্বাচনে আসা- না আসা নিয়ে যেমন নির্বাচন, উন্নয়ন কোনোটাই থেমে থাকেনি ভবিষ্যতেও থেমে থাকবে না মনে রাখবেন !!
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৪৮
অসমাপ্ত কাব্য 21 বলেছেন: ক্ষমতা হাওয়াই মিঠার মত ! খাইলে আরও খাইতে মঞ্চাইয়া বসে
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৫৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো লাগলো আপনার কথা ।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:২৫
অসমাপ্ত কাব্য 21 বলেছেন: ধন্যবাদ মামা !
আপনার নিরন্তন ভালো থাকার প্রত্যাশাটাই থাকলো !
৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৫৬
পলাশমিঞা বলেছেন: সত্য বলেছেন।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৪১
অসমাপ্ত কাব্য 21 বলেছেন: "দুহাত ভরি পৃথিবী ঢালিছে তার অন্ধকার
আকাশপানে তাকিয়ে পথ খুজিছে নিশাচর !"
৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৫৯
পলাশমিঞা বলেছেন: জটিল বলেছেন।
তবুও আকাশে আলো থাকে। ওপাশে সূর্য আছে তো।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৯
অসমাপ্ত কাব্য 21 বলেছেন:
"আছে বিষাক্ত বায়ুর জঞ্জাল কোলাহল
নক্ষত্রপুঞ্জ ছুটিতেছে; মুক্ত আলোর অকাল !"
৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:২১
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: দেশ অরাজকতারর মধ্যে দিয়ে যাচ্ছে। জাতি কোন কিছুতে আশ্বস্ত হতে পারছেনা।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০৬
অসমাপ্ত কাব্য 21 বলেছেন: নেগেটিভ 'অ' বাদ দিয়ে দিন ভাই তাহলেই বুঝতে পারবেন 'রাজকতা<রাজকীয়তা'র মর্ম
৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪১
নাগরিক কবি বলেছেন: হই হই রৈ রৈ,
বর্গীরা সব গেল কই?
চোর পুলিশের খেলা চলে
আমগো মাথায় কাউয়্যা হাগে।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৯
অসমাপ্ত কাব্য 21 বলেছেন:
কাউয়াগুলাও স্বার্থপর............
৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২১
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এক পক্ষের জন্য কথাটা বেশ পছন্দনীয় হলেও অন্য পক্ষের জন্য নয়।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৫
অসমাপ্ত কাব্য 21 বলেছেন: স্বাভাবিক ব্যাপার....... ..
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৩৯
পলাশমিঞা বলেছেন: দেশে কী হচ্ছে আসলে কিচ্ছু বুঝা যায় না। ক্ষমতায় গেলে ছাড়তে চায় না।