নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো অন্ধকারের মধ্যে পার্থক্য নিরুপন করাটা কি কঠিন ? হয়তো........নয়তো.......! দেখা যাক.........

অসমাপ্ত কাব্য 21

মানুষ তাঁর নিজের প্রয়োজনেই বদলায়

অসমাপ্ত কাব্য 21 › বিস্তারিত পোস্টঃ

জন্মদিনে পায়েসে ফুঁ দিয়ে মোমবাতি নিভাই আর পায়েসকেই কেক মনে করে খাই !

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

প্রতি বছরের ন্যায় গত রাতে অর্থাৎ ২০ই ফেব্রুয়ারী সন্ধ্যা থেকেই পুরোদমে শহীদ মিনার বানানো সহ বিবিধ কাজে ব্যস্ত হয়ে যাই ! বাসায় ফিরি প্রায় ভোর রাতে ! বিছানাটা একটু ভালো করে ঝেড়ে ঝুরে নেই যাতে পুরোনো ধুলো বালিগুলো ঘুমের ব্যাঘাত না ঘটায় ! ফজরের আজান কানের তালা খুলতে পারেনি কিন্তু আম্মু নামাজ শেষে এসে দরজায় টাকাটাকি, ঘুম অল্প ভাঙলো, ভাবলাম এতো তাড়াতাড়ি আজ দুপুর হয়ে গেলো !!! ওপাশের রুমে বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজ পেয়ে একটু আগের ভাবনাটা থামাতে না থামাতেই আম্মার কণ্ঠে নামাজ পড়ার আদেশটা দরজা দেয়াল টপকে কানে পৌঁছে গেলো; পাশাপাশি বাবার ব্যঙ্গ বিদ্রুপের বাণী যদিও ঘুমের কারণে পুরোটা তখন আন্দাজ করতে পারিনি ! আবার ঘুমিয়ে গেলাম, নামাজ পড়া আর হয়নি ! আবার দরজায় টাক পড়লো এমন জোরে যে এবার না উঠে পারলাম না ! অতঃপর উঠলাম, দরজা খুললাম, মায়ের হাতে একটা চিনামাটির বাটি দেখলাম, পায়েসের ঘ্রান পেলাম, হঠাৎ পায়েসের আয়োজন ? আম্মুর মৃদু হাসিটা দেখে অচিন্তনীয় ভাবনার কোনে জমা হলো "ওহ আজ তো ২১'শে ফেব্রুয়ারী এই অধমের জন্মদিনও" !
সংসারে আমাদের তিন ভাই-বোনের জন্মদিনটা মা এভাবেই পায়েস দিয়ে উদযাপন করে এসেছেন ! কোনোদিন কেক কাটিনি ! এ জন্য কোনো কষ্টও নাই ! লজ্জাও নাই !! জন্মদিনে একটাই গিফট পেয়েছিলাম ! অনেক বছর আগে এক বান্ধবী একটা কফি মগ গিফট করেছিল !

বাবার ডায়রিতে আমার জন্ম তারিখটা লেখা ছিল এভাবে, আন্টির রাখা প্রিয় নাম:........, তারিখ: ২১শে ফেব্রুয়ারি, ৮ই ফাল্গুন, ৯ই রমজান, সোমবার,সময়: সন্ধ্যা ৭:২০ মিনিট !

জন্মদিনে পায়েসে ফুঁ দিয়ে মোমবাতি নিভাই আর পায়েসকেই কেক মনে করে খাই !তবে জন্মদিনের চেয়ে মাতৃভাষা দিবসটাকেই বেশি মনে রাখি !

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৫

অ্যালেন সাইফুল বলেছেন: জন্মদিনে একটাই গিফট পেয়েছিলাম ! অনেক বছর আগে এক বান্ধবী একটা কফি মগ গিফট করেছিল ! [/sb

আক্ষেপ?

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৫৩

অসমাপ্ত কাব্য 21 বলেছেন: নাহঃ ! কিসের আক্ষেপ আর কেনই বা থাকবে ! ! ! ! :)

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩১

চাঁদগাজী বলেছেন:


জন্মদিনের শুভেচ্ছা, ভালো থাকুন

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১৯

অসমাপ্ত কাব্য 21 বলেছেন: ধন্যবাদ ! আপনিও নিরন্তন ভালো থাকুন ভাই !

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪০

মাজুবিবি বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা! ভাল থাকুন।
তবে জন্মদিনের চেয়ে মাতৃভাষা দিবসটাকেই বেশি মনে রাখি । এটা িঠক নয় দুটোই গুরুত্বপূর্ণ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:০৪

অসমাপ্ত কাব্য 21 বলেছেন: ভাষা দিবসের গুরুত্বের কারণ ভাষা শহীদেরা আমাকে ঋণী করে গেছেন, জন্মদিনের গুরুত্বহীনের কারণ- আমি পৃথিবী তথা দেশের বোঝা বা জঞ্জাল :)
আপনিও ভালো থাকবেন !!

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪৩

ওমেরা বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩০

অসমাপ্ত কাব্য 21 বলেছেন: ধন্যবাদ ! আপনিও ভালো থাকুন নিরবধি !

৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:২১

প্রশ্নবোধক (?) বলেছেন: জন্মদিনে অভিনন্দন জানাচ্ছি। কিন্তু আমি একটা বিষয় কিছুতেই মাথায় নিতে পারিনা যে, জন্মদিন পালন বা উৎসব করায় কি লাভ আছে বা এতে কিছু পরিবর্তন বা উন্নয়ন আসে কি না(!)

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৬

অসমাপ্ত কাব্য 21 বলেছেন: ধন্যবাদ !!
লাভ হলো খাওয়া- দাওয়া :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.