![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ তাঁর নিজের প্রয়োজনেই বদলায়
"ভালোবেসে সখি নিভৃত যতনে
আমারি নামটি রেখো তোমার মনেরও মন্দিরে"
ভালোবাসা অন্তরের অমৃত আরাধনা; জীবন তাকে দূরে ঠেলে রাখে কি করে ! ?
আমিও জীবনে প্রেমে পড়েছি বহুবার ! এরমধ্যে ভালোবেসেছিলাম সম্ভবতঃ একবার ! সেটাও অন্ধকারে চাঁদ মাটিতে নেমে আসার মত গল্প, ছুঁয়ে দেখলাম কিছুক্ষন, ভোরের আলোর রেখায় আবার হারিয়ে গেলো !
সে এখন দূর পরবাসে, হয়তো আমারই মত অপেক্ষায় থাকে রোজ নিশীথে ! হয়তো আমারই মত সেও দখিনা বারান্দায় এসে ঘুরে যায় ! হয়তো আমারই মত তাঁরও জানতে ইচ্ছে করে "তুমি কেমন আছো" "কোথায় আছো" "বাসার সবাই কেমন আছে" "বুকের ব্যাথাটা কি সেরেছে" "এখনো কি ষ্টার সেভেন্টিন ডে" পালন করো"
প্রশ্নগুলো কত সরল তাই না ? অথচ উত্তর ! কত দিন মাস বছর যুগ ঝরে যায় ক্যালেন্ডারের পাতা থেকে; শুধু বেঁচে থাকে ষ্টার সেভেন্টিন ডে" ! বেঁচে থাকি সবাই; বেঁচে থাকে ভালোবাসা !
১৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৪
অসমাপ্ত কাব্য 21 বলেছেন: দুটি সরল রেখা যখন একই বিন্দুতে মিলিত হয় তখন নাকি প্রেম শুরু হয় ভাই ?
২| ১৭ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২৫
কানিজ রিনা বলেছেন: প্রেম বহুবার হয়না সকল ভালবাসায় একটি
প্রেম হয়। ভালবাসা অনেক রকম। আমি
সব সময় বলি প্রেম টাকার বস্তা না।
জনে জনে দান করা যায় না। আবেগ
হোল ভালবাসা যে ভালবাসায় বিবেক থাকে
সেই হল প্রেম। আজকাল আবার মানুষ
টাকা দিয়ে প্রেম কিনে।
যেমন টাকা দিয়ে মসজিদ বানালেই ইশ্বর
কিনা যায় না।
১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৪
অসমাপ্ত কাব্য 21 বলেছেন: কানিজ আপু, আপনার মতের সাথে আমি একটু যোগ করে দিলাম, দেখেন কেমন হয়-
শুনেছি ভালোবাসা ক্ষুদ্র ক্ষুদ্র জলকণার ন্যায় সঞ্চিত জলরাশি যার আঁকার মহাসমুদ্রও হতে পারে; যেখানে প্রেম'কে এ সমুদ্রের 'প্রবাহ/গতি/স্রোত হিসাবে ধরে নিলে কি ভুল হবে ?
আমার কাছেও কিছুটা এরকমেরই মনে হয় তবে আপনি ও গাজী ভাইয়ের কথাটাও যুক্তিপূর্ণ !
এক্ষেত্রে চূড়ান্ত সফলতা কিংবা ব্যর্থতার জন্যও হয়তো সংজ্ঞার ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে
৩| ১৭ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬
ধ্রুবক আলো বলেছেন: খুব আবেগী বহিঃপ্রকাশ
১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৬
অসমাপ্ত কাব্য 21 বলেছেন: কিছুটা বাস্তবতাও বটে......
©somewhere in net ltd.
১|
১৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৯
চাঁদগাজী বলেছেন:
"আমিও জীবনে প্রেমে পড়েছি বহুবার ! এরমধ্যে ভালোবেসেছিলাম সম্ভবতঃ একবার ! "
-বাক্যটা মনে হয়, উল্টো হবে? "আমিও জীবনে ভালোবেসেছি পড়েছি বহুবার ! এরমধ্যে প্রেম অনুভব করেছিলা সম্ভবতঃ একবার ! "