নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো অন্ধকারের মধ্যে পার্থক্য নিরুপন করাটা কি কঠিন ? হয়তো........নয়তো.......! দেখা যাক.........

অসমাপ্ত কাব্য 21

মানুষ তাঁর নিজের প্রয়োজনেই বদলায়

অসমাপ্ত কাব্য 21 › বিস্তারিত পোস্টঃ

আগামী কুরবানীর ঈদের ইন্ডিয়ান গরুর আগাম শুভেচ্ছা.....

২৭ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭

এটা 'বাহুবলি' সিনেমার কথা না, আবার যেই ব্যক্তি আশি হাজার টাকা দামের পাঞ্জাবি পইড়া ঈদের নামাজ পড়েছেন তাঁর আর্থিক-মানসিক পরিচ্ছদ নিয়ে কথা বলছি না; বলছি ঈদের আনন্দের কথা যা বছরে একবারই আসে এমনকি জীবনের শেষবারও হতে পারে ! তাই বলছি, এই আনন্দ উৎসবকে স্মৃতিময় করে রাখতে এইবছর ইন্ডিয়াতে গিয়া যারা ঈদের কেনাকাটা করেছেন তাঁদের ঈদ কেমন কাটলো ?
দেশের টাকা বিদেশের মার্কেটে রেখে আসায় আপনাদের জন্য দ্যাশ গর্বিত অনুভব করছে :/
মমতা ব্যানার্জিরা কত দিলদার মানুষ ! উনারা আপনাদের বন্ধুত্বের দাম দিতে জানে ! দুইদিন পর পর উনাদের দিলের কপাট খুইল্লা দিয়া বন্ধুত্বের পরশে এক্কেরে ভাসাইয়া দিয়ালায় (যার সুফল টের পাইতেসে হাওর এলাকার লোকজন) ! সীমান্তের গরু চোরগুলারে মাইরা উচিৎ শিক্ষা দেয়; কিন্তু আমাগো দেহ-মন চাঙ্গা রাখতে ফেন্সিডিল চালান করতে একটুও কার্পণ্য করে না !
আমাগো দুই দ্যাশের মধ্যে বাণিজ্য ঘাটতি হাজার হাজার কোটি টাকা হইলেও কোনো সমস্যা নাই; পেঁয়াজ-রসুন-আঁদা কত্ত পানির দামে খাওয়ায় ! বেঈমানীর আশংকা দূর করতে এবং ব্যানার্জী মশাইদের খুশি রাখতে আমাগো প্রশাসনের সকল শাখার প্রধান প্রধান পদগুলো ছেড়ে দিয়েছি বাবুদের কারণ আমরা পরম বন্ধুত্বপূর্ণ জাতি !
জানেনই তো মুক্তিযুদ্ধের সময় ওনারা আমাগো কত্ত সাহায্য করছিলো; রাশিয়া যে সকল অস্ত্র সাপ্লাই দিছিলো (ভারতের মাধ্যমে) সে কথা আমরা ইতিহাসের পাতা হইতেই মুইছা ফালাইছি বন্ধুত্বকে চির স্মরণীয় করতে রাখতে !
যা হোক, ওনারা আগামী কুরবানীর ঈদের ইন্ডিয়ান গরুর আগাম শুভেচ্ছা জানিয়ে দিয়েছে আপনাদের নিশ্চয়ই :/

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

পুকু বলেছেন: আপনার বক্তব্য ঠিক বোঝা গেল না।মানুষ তার পকেটের টাকা কিভাবে বা কোথায় খরচ করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার।সব জায়গায় কি দেশপ্রেমের মলম লাগানো যায়? সবারই একটা PERSONAL DOMAIN বলে একটা জায়গা অাছে।সেখানে এসব চলে না। আপনি নিজে দেশের জন্য কি করেন? কেবল প্রবচন অার ভাষণ!!! নিজের জায়গা জমি সব দেশের এতিমদের মধ্যে বিলিয়ে দিলেইতো পারেন।তবে বুঝবো সত্যিকারের দেশভক্ত!!!!

২৮ শে জুন, ২০১৭ সকাল ১১:২৬

অসমাপ্ত কাব্য 21 বলেছেন: বক্তব্যটা অতি স্পষ্ট ছিলো ! আর নিজের সম্পদ অন্যকে দান করে দিলেই যে দেশপ্রেম প্রকাশ পায় এই লজিক কোথায় পেলেন দাদা ??

২| ৩০ শে জুন, ২০১৭ রাত ৩:১৩

চাঁদগাজী বলেছেন:


কোরবাণী ঈদ দেশের পশু সম্পদের অনুপাতে হতে হবে।

০১ লা জুলাই, ২০১৭ রাত ১২:২৬

অসমাপ্ত কাব্য 21 বলেছেন: ভাই পশু সম্পদের অনুপাত বের করতে তো মাথা ঘুরান্তিস ব্যারাম বাইধা যাইবো :) :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.