নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো অন্ধকারের মধ্যে পার্থক্য নিরুপন করাটা কি কঠিন ? হয়তো........নয়তো.......! দেখা যাক.........

অসমাপ্ত কাব্য 21

মানুষ তাঁর নিজের প্রয়োজনেই বদলায়

অসমাপ্ত কাব্য 21 › বিস্তারিত পোস্টঃ

"হাত ছাইড়া দেন বাবা সন্দেশে কাম নাই" !

০৯ ই জুলাই, ২০১৭ রাত ১:১১

১১ বছরের একটি বালিকা ! সংসারের কাজ, রান্নাবান্নার কাজ আর কতটুকুই বা বোঝে ! এই বয়সে শারীরিক, মানসিক, বুদ্ধি-বিবেকের আর কতটুকুই বা বিকাশ ঘটেছে তাঁর ? অথচ অভাব-অনটনের দায় এই বয়সেই তাঁকে জীবন যুদ্ধে নামতে হয়েছে ! কিন্তু এই মেয়েটি যদি কোনো ধনীর ঘরে জন্ম নিতো ? আপনার আমার সন্তান মনে করে বিষয়টা একটু কল্পনা করে দেখেন তো ! তাঁর থাকতো কত আবদার কত স্বপ্ন কত বিলাসীতা ! এই মেয়েটি কি বাবা-মা কিংবা বড়দের কাছে সেই বায়না ধরার বিলাসিতা কল্পনাও করতে পারে ?? সময় এবং পৃথিবী দুটোই আজ তাঁর কাছে নিষ্ঠূর; পৃথিবীও তাকিয়ে রয়েছে পরিহাসের চোখে তাঁর দিকে !
এই ভাগ্যের পরিহাসের দোষ কাকে দিবে সাবিনা ?? তাঁর জন্মদাতাকে নাকি নিজের অজ্ঞতাকে নাকি তথাকথিত ওই শিক্ষিত বড়োলোক মেমসাহেব আয়শা লতিফকে ??
সাবিনার কর্মের অজ্ঞতার অভিশাপ ছিল এতটুকুই যে, ডিম্ পোঁচ করতে গিয়ে কুসুমটা ফেঁটে গিয়েছিলো যা একজন মেমসাহেবের অনেক বড় ধরণের ক্ষতি সাধন করে ফেলেছিলো ! তাইতো ছোট্ট সাবিনাকে এভাবে মধ্যযুগীয় বর্বর নির্যাতনের স্বীকার হতে হয়েছে !
নিউজ পেপারে আর কয়টা ঘটনা আসে ! কয়টা সাবিনার নির্যাতনের গল্পই বা আমরা জানি ! হাজারের মধ্যে দু-একটা ঘটনার কিঞ্চিৎ জানা গেলেও শেষটা আর আমরা জানতে পারি না !
আমরা সাধারণ মানুষেরা যতই সাবিনাদের ব্যাথায় ব্যথিত হইনা কেন তাতে উপর তলার মানুষদের কিচ্ছু যায় আসে না ! কারণ আমরা তো বিচার করার কেউ না ! এরপর ঘটনাটা যদি হয় একজন আর্মি অফিসারের স্ত্রী কেন্দ্রিক তাহলে তো "হাত ছাইড়া দেন বাবা সন্দেশে কাম নাই" !
এইতো গত সপ্তাহে ফেসবুকে দেখলাম এক দম্পত্তি ঈদের মার্কেটিং করে রিক্সাযোগে বাসায় ফিরছিলেন আর তাঁদের সাথের ১৫-১৬ বছর বয়স্ক কাজের মেয়েটি সেই রিক্সার পেছনে দাড়িয়ে ঝুলতে ঝুলতে যাচ্ছে; কিন্তু আনাড়ি লোকেরা কি আর দৃশ্যটি ক্যামেরাবন্দি করতে ভুল করে ! সেই মেয়েটিও যে পেটের তাগিতে কত সুখে আছে সেটাও তো সহজে অনুমান করা যায় !
সে যাই হোক, সাবিনা বা কম ভাগ্যবতি কিসে ? ঘটনা ধামাচাপা দিতে সাথে সাথে থানা থেকে সরিয়ে নিয়ে সাবিনাকে সিএমএইচ হসপিটালে ভর্তি করা হয় ! সাবিনার চৌদ্দ গুষ্ঠির সাধ্য ছিল সিএমএইচ হসপিটালে চিকিৎসা নেওয়ার ? ওই আর্মি অফিসারের স্ত্রীর বদৌলতেই তো সাবিনা নিজেকে একদিন সিএমএইচ হসপিটালের কথা মনে করে ভাগ্যবান মনে করবে :)
পরিশেষে এই ধরণের বড়লোকদের আল্লাহ যেন মানুষ করে দেন এটাই প্রার্থনা রইলো !

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৭ রাত ৩:৫৬

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেব ও শেখ হাসিনা ভয়ংকর অপরাধের কাজ করছেন, জাতীর কিশোরীদের চাকরাণী বানায়ে; বাবার ২ পয়সাঅ বুদ্ধি ছিলো না; মেয়ের যত ক্রিমিনাল বুদ্ধি; কাজের কাজ কোনটাই করছে না; মরা জেনারেল জিয়ার ডাকাতীর আদর্শকে প্রতিষ্ঠিত করে চলেছে।

০৯ ই জুলাই, ২০১৭ দুপুর ২:০৩

অসমাপ্ত কাব্য 21 বলেছেন: বইতে পড়েছি- রাষ্ট্র চালকগণ জনগনের কল্যানের জন্য; কিন্তু বাস্তবে দেখলাম জনগণ রাষ্ট্র চালকগনের কল্যানে নিয়োজিত !
অর্থাৎ- ডেমোক্রেসি ইজ দা লিডারেসি এপয়েন্টমেন্ট অফ দা লিডার বাই দা লিডার এন্ড ফর দা লিডারস...... !

২| ০৯ ই জুলাই, ২০১৭ রাত ৩:৫৮

চাঁদগাজী বলেছেন:


"পরিশেষে এই ধরণের বড়লোকদের আল্লাহ যেন মানুষ করে দেন এটাই প্রার্থনা রইলো !"

-আল্লাহ'এর সেই রকম উদ্দেশ্য থাকলে, তৈরি করার সময়েই করে দিতেন; আপনার অনুরোধের জন্য বসে থাকতেন না।

০৯ ই জুলাই, ২০১৭ দুপুর ২:২০

অসমাপ্ত কাব্য 21 বলেছেন: হ্যা ঠিক বলেছেন ভাই ! যেখানে আল্লাহর উদ্দেশ্যটাই একটা প্রশ্ন সেখানে আমার প্রার্থনাটা ব্লগেই সীমাবদ্ধ থাক ! তবে আমাগো হ্যাপি আপায় যেভাবে ধার্মিক হইয়া গেছে সে হিসেবে কিন্তু আশা করতেই পারি ! বলাতো যায় না কে কখন কোথায় কিভাবে মানুষ হইয়া যায়.......!
"যদি লাইগা যায়........." :)

৩| ০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:২৮

মূর্ক্ষের পিতা হস্তী মূর্ক্ষ বলেছেন: This criminal have to push in boiling egg in his anal. Good post thanks.

০৯ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২০

অসমাপ্ত কাব্য 21 বলেছেন: Thank u so much.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.