![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ তাঁর নিজের প্রয়োজনেই বদলায়
এই বছরের আগস্ট মাসটা ছিলো অনেক ঘটনাবহুল ! একদিকে জাতির শোকের মাস অন্যদিকে রেকর্ডীয় বন্যার প্রভাব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে প্রধান বিচারপতির ষোড়শ সংশোধনীর রায় এপিসোড এসবকিছুকে ছাপিয়ে বন্যা কবলিত দুর্দশাগ্রস্থ মানুষগুলোর কান্নাকে ছাপিয়ে গেছে দেখলাম ! আরও দেখা গেলো দেশের সর্বোচ্চ আদালতের প্রধান কিভাবে রাতারাতি ভিলেন বনে যায়, সাধারণ জনগণ কিভাবে হতাশায় পতিত হয় ইত্যাদি !
বাংলাদেশ প্রাকৃতিক ভাবেই বন্যাপ্রবণ দেশ তাই ওসব কথা বাদ দিয়ে রাজনীতি নিয়ে প্যানপ্যানানিই চলুক কথা তুলছিলাম প্রধান বিচারপতিকে নিয়ে, তিনি যেখানে বিএনপি -কে উদ্দেশ্য করে বললেন 'অবৈধ পিতার অবৈধ সন্তান'...!!সেখানেও তারা খুশী!! সেখানে বিশ্ব পাল্টিবাজ মৌদুদ সাহেব বলেন, 'রায়ের প্রতিটি বিষয় নাকি প্রাসঙ্গিক!!' মৌদুধের বক্তব্যের সূত্র ধরেই বলা যায়, 'তারা হচ্ছে অবৈধ পিতার অবৈধ সন্তান এবং অবৈধ সন্তানদের আমাদের সামাজিকতায় কি নজরে দেখা হয় তা আশা করি বিস্তৃত ব্যাখ্যার আবশ্যকতা নাই।' ষোড়শ সংশোধনী মামলা বাতিল রায়ের পরবর্তীতে ভিন্ন একটি মামলায় মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের বিস্ফোরক একটি মন্তব্য, 'পাকিস্তানি আদালত ইয়ে...করেছে!! কিছুই হয়নি!! আমাদের আরো পরিপক্কতা দরকার!!'--ক্ষোভের আগুনে আরো ঘি ঢেলেছে। কিসের সাথে কি!! পান্তা ভাতে ঘি!! অনেকেই বলেন, 'ধান ভান্তে শীবের গীত '!! পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ 'পানামা পেপার্সে' প্রকাশিত হয়েছে এবং তার যথাযথ ব্যাখ্যা তিনি দিতে পারেননি বলেই নৈতিকতার মানদন্ডে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষিত হয়েছেন। সেই ঘটনা আর বাংলাদেশের ঘটনা কি এক হলো?
বিএনপি কেন সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল নিয়ে ছাগলের তিন নম্বর বাচ্চার মতো লাফালাফি করছে? অনেকেই ভাবছেন যে, তাতে করে জিয়া প্রচলিত 'সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ' পুনরায় ফেরত আসাকে তারা তাদের বিজয় হিসাবে দেখছেন!! সত্যিই কি তাই? কি জানি বাপু, মনেতো হয় ঘটনার আড়ালে ঘটনা আছে ... একবার ভেবে দেখুন, রায়ে /পর্যবেক্ষণে বিএনপি এবং জিয়াকে নিয়েও কটুক্তি আছে কিন্তু বিএনপি সেদিকে ভুলেও তাকায় না!! এটা কি বিশ্বাস্য? যেখানে বিএনপি -কে উদ্দেশ্য করে বলা হয়েছে 'অবৈধ পিতার অবৈধ সন্তান'...!!সেখানেও তারা খুশী!!
"আমি পদত্যাগ করলে সরকার বিপদে পড়বে" প্রধান বিচারপতি ‘ভুল বোঝাবুঝি’র অবসান ঘটিয়ে তার মেয়াদ পূর্ণ করতে চান। রায়ের ব্যাপারে সরকারের আপত্তি রিভিউ পিটিশন আকারে দাখিল করারও পরামর্শ দিয়েছেন তিনি।
এই লোকটিকে আওয়ামীলীগ ভেবেছিল, তাদের নিজস্ব লোক, যে অন্যান্যদের মতো পা চাঁটা স্বভাবের হয়ে আওয়ামীলীগের তল্পিবহন করবে! কিন্তু তিনি প্রমাণ করেছেন, "তিনি একজন সৎ ও সাহসী মানুষ, পা চাঁটার দলে তিনি কখনোই ছিলেন না"।
অতঃপর যেটা পরিলক্ষিত হয় যে, দেশের বৃহৎ দুটি পক্ষ থেকেই তৃতীয় পক্ষের উদ্ভব অর্থাৎ প্রথম ও দ্বিতীয় কোনো পক্ষকেই চায় না এখন এবং এর পার্সেন্টেজটা খুব দ্রুতই উপরের দিকে উঠছে !
এরা আগামী নির্বাচনে 'সাইলেন্ট কিলার' এর ভূমিকায় থাকতে পারে !
প্রশ্ন হলঃ সাধারণ পাবলিক'এর হঠাৎ কেন এই দল বিমুখ হয়ে পরা ??
-এ ক্ষেত্রে কারন হিসেবে আপনার কাছে কি কি মনে হয় ?
আবার এই তৃতীয় পক্ষকে আরেকটি জটিল সমস্যায় ভুগতে দেখা যাচ্ছে তা হলঃ আগামী নির্বাচনে তাহলে তারা কাকে সরকার প্রধান হিসেবে দেখতে চায় !!
বাস্তবিক অর্থে সেরকম মুখ কি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আছে ? ফখরুদ্দিন-মঈনুদ্দিন সাহেবের যেভাবে সেনাবাহিনীর সাপোর্ট নিয়ে নায়ক মিঠুন চক্রবর্তীর মতো এমএলএ ফাটাকেষ্ট সেঁজেছিলেন, সেইরকম পরিস্থিতির উদ্ভব যে আর হবে বলে মনে হয় না ! আর সেই সুযোগ যে শেখ হাসিনা দেবে এটাও ভাবা ভুল কারণ ন্যাড়া বেল তলা বারবার যায় না ! সেদিন দেখলাম সংলাপের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের কাছে নির্বাচনের সময় সেনাবাহিনী মোতায়েন এবং ব্যালট পেপারে 'না' ভোটের বিধান রাখার সুপারিশ জানিয়েছে অনেকে ! ধরে নিলাম সেটাই হবে কিন্তু তাতে কি মিটবে তৃতীয় পক্ষের মনের জ্বালা ? হয়তো মিটবে না ! তাহলে এদের মনের মুক্তির সুবাতাস মিলবে কিভাবে নাকি মিলবে না ?
অনেক বুদ্ধিজীবীর কথায় তৃতীয় শক্তির ইশারা ইঙ্গিত পাওয়া যায়; সর্বশেষ ষোড়শ সংশোধনী প্রসঙ্গে প্রধান বিচারপতি ও এটর্নি জেনারেলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সম্পূর্ণ বিচার বিভাগকেই প্রশ্নবিদ্ধ করে ফেলেছেন আবার সেখানে প্রধান বিচারপতির দৃঢ় মনোভাব দেখে কেউ কেউ তো এসকে সিনহাকে বিদেশীদের দালাল বলতেও কুন্ঠাবোধ করেননি ! যদিও এসকে সিনহা সাহেবকে আওয়ামীলীগই ওই পদে বসিয়েছিলো ! আবার এসকে সিনহা সাহেবও এটাকে পলিটিকাল ট্রাপ বলে মন্তব্য করেছেন ! এ ক্ষেত্রে দেখলাম আসলে লোকটার অবিচল সাহসও আছে বটে !
২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৪৯
অসমাপ্ত কাব্য 21 বলেছেন: জল কি এখন বিপদ সীমার উর্দ্ধে নাকি নিচ দিয়ে গড়াচ্ছে ?
২| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এর চেয়ে বড় বড় ইস্যু চলে গেল আওয়ামীলীগের পতন হলো না। আর এটা তো সামান্য! এই প্রধানমন্ত্রী খুবই কঠিন। সহজে নমনীয় নন...
২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১:১৭
অসমাপ্ত কাব্য 21 বলেছেন: আওয়ামীলীগ ক্ষমতায় টিকে আছে দুটো কারণে (এক) শুধুমাত্র শেখ হাসিনার জন্য (দুই) শেখ হাসিনার বিকল্প মেধা এখনো রাজনৈতিক অঙ্গনে দেখা যায় না !
৩| ২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫০
প্রামানিক বলেছেন: সময় হলেই সব দেখা যাবে।
০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩১
অসমাপ্ত কাব্য 21 বলেছেন: Waiting for that time....
©somewhere in net ltd.
১|
২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:০১
আজাবুল মরফুদ বলেছেন: মন্তব্য নিষ্প্রয়োজন তবে দেখার আছে, পানি কতদূর গড়ায়!!!