নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো অন্ধকারের মধ্যে পার্থক্য নিরুপন করাটা কি কঠিন ? হয়তো........নয়তো.......! দেখা যাক.........

অসমাপ্ত কাব্য 21

মানুষ তাঁর নিজের প্রয়োজনেই বদলায়

অসমাপ্ত কাব্য 21 › বিস্তারিত পোস্টঃ

দেখা যাক উপমহাদেশের একটি প্রাচীন রাজনৈতিক দলের বর্তমান মাঝি শেখ হাসিনা কিভাবে এই কঠিন পরীক্ষার মোকাবেলা করে উত্তীর্ণ হন !

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫৩

রোহিঙ্গাগো লড়াইটা আমাগো কেনো লড়তে হবে এটাই মাথায় ঢুকতেছে না! আমরা যখন স্বাধীনতার জন্য লড়ছি নিজের লড়াই নিজেই লড়ছি, কেউ আমাদের হইয়া লড়ে নাইতো! কোনো মুসলিম দেশ তো ৩০ লাখ শহীদের এক কোটি উদ্বাস্তের চার লাখ বীরাঙ্গনার পাশে দাঁড়ায় নাই! এমন কি মুখে উহ আহ টুকুও করে নাই। নিজেরটা নিজেরেই আদায় করতে হয় সবসময়, নিজের জমিনের অধিকারও। যাগো সেই দায় নাই তাগো লাইগা মায়া কান্না কইরা লাভ নাই। সিরিয়ায়ও মুসলিম মরতেছে, বেলুচিস্তান, ইয়ামেন, কুর্দিস্তানেও। ভাবেসাবে মনে হইতেছে সহী মুসলমানরা সব রাখাইন স্টেটে থাকে...
নরেন্দ্র মুদি সুযোগবুঝে পোল্ট্রি দিয়ে সুচির সাথে জোট বাধঁলেন ! এর পেছনেও একটা সূক্ষ্ম কারণ আছে, কারণটা হলো- মোদী সরকার মনে করে ইন্ডিয়ার অধিকাংশ মুসলিম এবং বাংলাভাষী মানুষগুলো বাংলাদেশী ! একানব্বই সালে বর্তমান বিজেপির প্রধান বাজপেয়ী-নরসীমা রাও পুশ ব্যাক আইন চালু করে অসংখ্য বাঙ্গালী বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছিলেন ! বর্তমান নরেন্দ্র মোদিও একই চিন্তা করে বসে আছেন ! তাঁর নির্বাচনী প্রচারেও 'বাঙালি খেদাও' কথাটি বলেছিলেন বিশেষ করে আসাম রাজ্যের বাংলাভাষী মানুষদের তিনি তো স্পষ্টই বাংলাদেশী বলেছেন এবং তাঁদের ব্যাগ ঘুচিয়ে রাখারও ইঙ্গিত দিয়েছিলেন !
যাহোক ইন্ডিয়ার মুসলমাদের উপর নরেন্দ্র মোদির ,কট্টর হিন্দুত্ববাদী আর এস এস' এর অত্যাচার নির্যাতন এবং সর্বশেষ আঞ্চলিক নিরাপত্তার ইস্যুতে মায়ানমারের সাথে হাত মেলানো নিশ্চই বাংলাদেশ তথা শেখ হাসিনার জন্য যেমন দুঃশ্চিন্তার কারণ তেমনি ইন্ডিয়া বা আসাম রাজ্যের বাংলাভাষী মানুষদের সত্যিই হয়তো ব্যাগ ঘোচানোর সময় এসে গেছে !
আগামী বছরের শেষ দিকে জাতীয় নির্বাচন ! আমরা সবাইই যানি মায়ানমার সরকারের রোহিঙ্গাদের উপর এই নির্যাতনের মুলে পাকিস্তানী জঙ্গি সংগঠনের জন্য ! হতে পারে এটা একটা পাকিস্তানের সাথে মায়ানমার সরকারের সাজানো নাটক কারণ গোয়েন্দা তথ্য এবং সরোজমিনে তদন্তের রিপোর্টে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠনের সম্পৃক্ততা উঠে এসেছে ! যেমন- বৃহস্পতিবার ২৪ অগাস্ট আরাকানে সীমান্তবর্তি শহরগুলোতে কয়েকটি নিরাপত্তাচৌকিতে জঙ্গিরা পরিকল্পিত হামলা করে। এদেরকে স্বাধীনতাকামি বলা যাবেনা কোনমতেই। স্থানীয়দের সাথে যোগাযোগ নেই, রহিঙ্গা হলেও বহিরাগত। প্রশিক্ষন মধ্যপ্রাচ্যে। হামলা সেরে ফিরে এসেছে। হামলাকারিরা বিবিসির কাছে সেটাই বলেছে। স্বাধীনতাকামি হলে। স্থানীয় নেতা থাকতো, জাতীয় নেতা থাকতো, জনমত তৈরি করত।
তাই এই সময়ের মধ্যে যদি পাকিস্তান যদি এভাবে রোহিঙ্গাদের নিয়ে খেলতে থাকে এছাড়া ঘরের শত্রু পাকিস্তানপন্থী বিএনপি তো আছেই তাহলে সেটা নিশ্চয়ই শেখ হাসিনার জন্য অশুভ ইঙ্গিত বলে মনে হয় !
তাই শেখ হাসিনার রাজনৈতিক জীবনে আরেকটি কঠিন সময় উপস্থিত হয়েছে এটা নিঃসন্দেহে বলা যায় ! দেখা যাক উপমহাদেশের এই প্রাচীন রাজনৈতিক দলের বর্তমান মাঝি শেখ হাসিনা কিভাবে এই কঠিন পরীক্ষার মোকাবেলা করে উত্তীর্ণ হন !

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৪

কূকরা বলেছেন: বালছিড়া লেখা

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১৭

সনেট কবি বলেছেন:




রোহিঙ্গা ও মিয়ানমার

মিয়ানমার সে এক অসভ্য জাতির
দেশে আজ মানবতা আর্তনাদ করে
নির্বাক নয়নে ভাষা হারা হয়ে ফিরে
বিশ্ব দুয়ারে করতে অভিযোগ তার।
সভ্যতায় অসভ্যতা চরম আকারে
নিষ্ঠুরতা প্রদর্শনে রাক্ষসের মতো
চালায় তান্ডব সেথা মানুষের রক্ত
প্রবাহের পৈশাচিক জঘণ্য উল্লাসে।

রোহিঙ্গা নিজের দেশে অধিকার হারা
হয়ে অবশেষে প্রাণে বাঁচা দায়ে ছেড়ে
আপন নিবাস খোঁজে জীবন আশ্রয়।
অসম্মান পর দারে তথাপি উপায়
কিছুই না খুঁজে পেয়ে ছুটছে মানুষ
যদি কারো দয়া মিলে সেই প্রত্যাশায়।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৫৪

অসমাপ্ত কাব্য 21 বলেছেন: সনেট কবির প্রতি শুভেচ্ছা রইলো !
তবে কবিতার ভাববস্তূর নিরিখে বলবো-
যেই গ্রাউন্ডে রোহিঙ্গাদের সহায়তা দেয়ার জন্য আমরা মুখে ফেনা তুলি, সেই একই গ্রাউন্ডকে লাত্থি মেরে পাকিস্তান যখন রোহিঙ্গা নিধনে মিয়ান্মারের সামরিক শক্তি বৃদ্ধিতে ডীড করছে , আমরা তখন আন্ডারগ্রাউন্ডে চলে যাই।

কেন কেন কেন?
থাকার জন্য জায়গা /সীমান্ত খুলে দিল শেখ হাসিনা আর পূজার ঠাকুর বনে গেল এরদোগান ! :)

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

চাঁদগাজী বলেছেন:


অসমাপ্ত ভাবনাচিন্তা

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:০৪

অসমাপ্ত কাব্য 21 বলেছেন: কক্সবাজার অঞ্চল যে এখন বাংলাদেশের দখলে আছে এটা ভাবার কোনো অবকাশ নেই :'(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.