![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ তাঁর নিজের প্রয়োজনেই বদলায়
"যত মত তত পথ" আবার "বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর" !
আজ এমনই এক মত বিশ্বাসের কথা মাথায় ঘুরতেছে যার সঠিক ব্যাখ্যা আসলে কতখানি সঠিক সেটাও একটা ভাবনার বিষয় রয়ে যায় ! হিন্দু শাস্ত্র কিংবা মুসলিম শাস্ত্র দুটোই পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছে তথাকথিত বহুল আলোচিত "জন্মান্তরবাদ" নিয়ে ! একদল (হিন্দু ধর্মে) উহা বিশ্বাস করে জীবনের ফুল এন্ড ফাইনাল হিসেবে যেমন আঁকড়ে ধরে বসে আছে; অন্যদল (মুসলিম) আবার উহা অবিশ্বাস করে এটাকে ভ্রান্ত কাল্পনিক মতবাদ হিসেবে আখ্যা দিয়ে চলেছেন !
অতপরঃ ঈশ্বর হিন্দু-মুসলিম (সাধু-সন্ন্যাসীগণ) যৌথ সমন্বয়কারী বেঞ্চ গঠন করে যে রুল জারী করেন আজকে তা-ই কিছুটা হয়তো দেখতেছি !
তবে মানব জন্মের পূর্বজন্মে গরু জন্ম নিতে হয় এবং পরজন্মে আবার নাকি কুকুর বেড়াল হয়েও নাকি কর্ম গুনে জন্মাতে হবে এখানেই আশ্চর্যান্বিত ভয়ের উদ্রেক ঘটিয়ে দিলেন ডিভিশন বেঞ্চের বোদ্ধারা !
এনালগ সাধু-সন্যাসীদের মতে আমাদের জীবনে যা কিছু ঘটে (ভালো-মন্দ) এটা নাকি পূর্বজন্মের কর্মফল !!!!
ডিজিটাল চিন্তাবিদদের (সাধু-সন্যাসী) মতে পূর্বজন্মের কর্মানুসারে মানুষ একেক ভূখণ্ডের একেক সমাজ ও পরিবারে জন্মগ্রহণ করে !!!!
আবার এনালগ ও ডিজিটাল এই দুয়ের মধ্যপন্থী সুফী-সাধকগণ বলতেছেন- পৃথিবীটা হাশরের মাঠ, এখানে প্রতিনিয়ত কেয়ামত বা লয়-প্রলয় হচ্ছে, বিচারের মাঠে দাঁড়াচ্ছে, বিচার হচ্ছে, জান্নাত-জাহান্নামবাসী হচ্ছে.........!!!
এবার আসি সাধক ভাবুকদের মতামত নিয়ে আমার বিশ্লেষণে ! যদি এনালগ সাধু-সন্যাসীদের মত বিশ্বাস করি তাহলে দেখা যায় পৃথিবীতে খ্রিস্টান ইহুদি রাষ্ট্র এবং জাতি সকলেই স্বর্গে আছে দ্বিতীয়তে আছে বৌদ্ধ জাতি !
যদি ডিজিটাল মত বিশ্বাস করি তাহলে দেখা যায় রোহিঙ্গা মুসলিম ওরা আছে নরকের লাস্ট বর্ডারে তার আগে বাংলাদেশীরা !
যদি বিশ্বাস করি মধ্যপন্থী সুফী-সাধকদের মত তাহলে দেখা যায় এইমাত্র যেন রোহিঙ্গা মুসলিমদের বিচারকার্য শেষ হয়েছে; সবগুলারে ফেরেস্তারা তাঁড়াইয়া জাহান্নামে লইয়া যাইতেছে আর আমি ভেস্তের বারান্দায় বইসা বিড়ি টানতাছি আর ফিল্মটা দেখতেছি মনে হয়
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:০৬
অসমাপ্ত কাব্য 21 বলেছেন: যাক, তাইলে তো জাতির ভবিষ্যৎ হইয়া খাড়াইলাম; আর কিছু না পারলেও জাতির হাতে অন্তত খোঁড়া-বাসন তো ধরাইয়া দিতে পারুম, ভাই কি কন ?
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫০
শাহরিয়ার কবীর বলেছেন: আমরা আধুনিক যুগে বসবাস করছি ??
এখন, টাইম মেশিন নিয়ে চিন্তা করুণ ; জন্মান্তরবাদ অমীমাংসিত প্রশ্ন !!
৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫১
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপাতত বিড়ির টানুইন আর সূখানুভ করুইন....
বলােতা যায় না আপনার বিগত দিনের কোন কর্মের ফলে- স্বর্গচ্যুতি নিকটবর্তী
হা হা হা হা
কোথায় স্বর্গ কোথায় নরক
কে বলে তা বহুদূর
মানুষেরী মাঝে স্বর্গ নরক
মানুষেতে সূরাসুর।
+++
©somewhere in net ltd.
১|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪২
চাঁদগাজী বলেছেন:
আপনি দার্শনিক হয়ে গেছেন