![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুভি দেখা যাদের নিয়মিত কাজ তাদের মুভি ডাউনলোড সমস্যা চিরাচরিত।কেউ টরেন্ট ব্যবহার করে ডাউনলোড করেন,আবার কেউ পছন্দের ওয়েবসাইট থেকে।যারা টরেন্ট ব্যবহার করে ডাউনলোড করেন তারা মাঝে মাঝে কনফিউজড হয়ে যান।বুঝতে পারেন না কোন টরেন্টটা ডাউনলোড করা ভালো হবে।কারন টরেন্ট জগতে অনেক নামি-দামি এনকোডার আছে।এই যেমন-YIFY,ShAaNig,Ganool,Axxo ইত্যাদি।একেকজনের কাছে একেকটা ভালো লাগে।তাই অনেকে অনেক কষ্ট করে সার্চ দিয়ে তারপরে ডাউনলোড করেন।কিন্তু ভেবে দেখেছেন এসব এনকোডারদের আপলোড করা মুভি যদি একসাথে একই ওয়েবসাইটে পাওয়া যেতো।আজ আমি এমনই একটা ওয়েবসাইটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিবো।সাইটটির নাম হচ্ছে- http://seventorrents.re. এ সাইটে সব এনকোডারদের আপলোড করা মুভি বিভিন্ন রেজোল্যুশনে একসাথে পাবেন।আসুন এই ওয়েবসাইটের টপ ফিচারগুলো জেনে নেই-
*এতে একদম ছোট সাইজ থেকে শুরু করে ১০৮০পি ব্লু-রে,থ্রি-ডি প্রিন্ট পাবেন(যদি বের হয়)।
*অন্যান্য সাইটের মতো এই ওয়েবসাইটেও সুন্দর করে জেনার অনুযায়ী মুভি আলাদা করে দেয়া আছে।তাই এতে আপনার প্রেফার করা জেনার অনুযায়ী মুভি খোঁজা সহজ হবে।এছাড়াও টপ মুভি এনকোডারদের ৫ জনের একটা লিস্ট দেয়া আছে।এতে করে আপনি আপনার পছন্দের এনকোডারের মুভি একসাথে পাবেন।
*এ সাইটে আপনি ইউজারদের দেয়া মুভি রেটিং পাবেন।এর মাধ্যমে মুভি সম্পর্কে হালকা-পাতলা ধারনাও পাবেন।
*মুভির পাশাপাশি ইউজাররা বিভিন্ন রেজোল্যুশনের আপলোড করা প্রিন্টের আলাদা রেটিং দিয়েছেন।এর ফলে কোন প্রিন্টটা ভালো সেটা আপনার বোঝা সহজ হবে।যাদের ছোট সাইজে মুভি দরকার তারা সেটা পাবেন।আবার যাদের মাস্টার ব্লু-রে প্রিন্ট দরকার তারা সেটাও পাবেন।
*অনেকেই আছেন মুভি দেখার আগে কয়েকবার ভাবেন যে মুভিটা দেখা ঠিক হবে কিনা!শুধু শুধু সময় নষ্ট হবে কিনা!এর জন্য সাইটটিতে একটি স্পেশাল ফিচার আছে।যেসব মুভিগুলো অবশ্যই দেখা উচিত সেগুলোর নিচে তারা ছোট করে লিখে দিয়েছে-“ We recommend or highly recommend watching this movie”.এর মাধ্যমে বোঝা যায় মুভিটা দেখে খুব একটা টাইম ওয়েস্ট হবে না।
সাইটটির সীমাবদ্ধতা হচ্ছে এখানে শুধুমাত্র ইংলিশ মুভি পাবেন।অর্থাৎ কোরিয়ান,হিন্দি(অল্প কিছু আছে) এবং অন্য ভাষার মুভি পাবেন না।তবে এদের হলিউড মুভি ডাটাবেজ খুবই সমৃদ্ধ।এখানে শুধুমাত্র ভেরিফাই করা টরেন্টগুলো পাবেন।তাই সিডারের চিন্তা করা লাগবে না।
আসুন এখন বিস্তারিতভাবে সাইটটি সম্পর্কে জেনে নেই-
১।প্রথমে সাইটটি ওপেন করলে নিচের মতো একটা ইন্টারফেস দেখতে পাবেন।
২।বাম দিকেই নিচের দিকে পাবেন জেনার আর এনকোডারের লিস্ট।
৩।এভাবেই বিভিন্ন কোয়ালিটি আলাদা করে দেয়া আছে।
৪।এখানে দেখতে পাচ্ছেন আইএমডিবি রেটিং,সাইটের দেয়া রেটিং,ভিডিও
ও অডিও কোয়ালিটির এভারেজ রেটিং একসাথে দেয়া আছে।
৫।যেসব মুভি আপনার দেখা উচিত সেটার নিচে ছোট করে “We recommend watching this movie” লেখাটি দেখতে পাবেন।অর্থাৎ এটি হচ্ছে সাইটের দেয়া মুভি সাজেশন।
৬।নিচের মতো All এ ক্লিক করে সবগুল প্রিন্টের ওপর চোখ বুলিয়ে নিন।দেখেন যে কোন প্রিন্টটি আপনি দেখতে পছন্দ করবেন।
৭।প্রত্যেকটা প্রিন্টের পাশেই এরকম ছোট করে ইউজার রেটিং দেয়া।এর মাধ্যমে বোঝা সহজ হবে কোন প্রিন্টের কোয়ালিটি কেমন!এই যেমন আমি যেটা দেখাচ্ছি ওটাতে V:9,A:9 দেখাচ্ছে।এর অর্থ হচ্ছে ইউজারদের ভিডিও রেটিং হচ্ছে ৯ এবং অডিও রেটিংও হচ্ছে ৯।
৮।এখন যে মুভিটা ডাউনলোড করতে চান সেটা সিলেক্ট করুন।আমি যেটা সিলেক্ট করেছি সেটা রেড কালারের হয়ে গেছে।
৯।তারপর নিচের মতো utorrent Download এর ওপর ক্লিক করলেই আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে।এর জন্য আপনার পিসিতে কোন টরেন্ট সফটওয়্যার ইন্সটল দেয়া থাকতে হবে।
১০।মুভির নিচে কমেন্ট পাবেন।যেখানে ইউজাররা তাদের কমেন্টের সাথে সাথে মুভি,ভিডিও আর অডিও এর আলাদা রেটিং দিয়েছেন।
সুতরাং আজকের মতো এখানেই শেষ করছি।আল্লাহ্ হাফেজ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ৯:১৬
মুন্ন১১০০৭ বলেছেন: জী ভাই,আমিও পাইরেটবে বন্ধ হওয়ার পরে বহুত বিপদে পড়ছিলাম।এখন আর সেই টেনশন নাই।আপনাকেও ধন্যবাদ।
২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩২
বিদ্রোহী বাঙালি বলেছেন: আফসোসের ব্যাপার হল এই সাইট আমার আইএসপি একসেপ্ট করে না। ব্লক করে রেখেছে।
তারপরও আপনাকে ধন্যবাদ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫০
মুন্ন১১০০৭ বলেছেন: আপনি http://popcorn.cab দেখতে পারেন।এটাও অনেক ভালো।এটাতে সব ভাষার মুভি পাওয়া যায়।ধন্যবাদ।
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩৫
লিখেছেন বলেছেন: great
০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫১
মুন্ন১১০০৭ বলেছেন: ধন্যবাদ।
৪| ০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৬
আমি তুমি আমরা বলেছেন: kickass এবং yify থেকে ডাউনলোড করি সাধারনত। যা যা দরকার, সবই ওখানে পেয়ে যাই
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ১২:২০
নতুন বলেছেন: খুবই উপকার হইলো... পাইরেটবে বন্ধ হইয়া গেছে... এ্ক্সক্সও আর আপলোড করেনা...
ধন্যবাদ... +