নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা,
দেশ মাতারই মুক্তিকামী, দেশের সে যে আশা।
দধীচি কি তাহার চেয়ে সাধক ছিল বড়?
পুণ্য অত হবে নাক সব করিলে জড়।
মুক্তিকামী মহাসাধক মুক্ত করে দেশ,
সবারই সে অন্ন জোগায় নাইক গর্ব লেশ।
ব্রত তাহার পরের হিত, সুখ নাহি চায় নিজে,
রৌদ্র দাহে শুকায় তনু, মেঘের জলে ভিজে।
আমার দেশের মাটির ছেলে, নমি বারংবার
তোমায় দেখে চূর্ণ হউক সবার অহংকার।
২| ১১ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:৫৯
নজসু বলেছেন:
অনেকদিন পর কবিতাটা আবার পড়লাম।
৩| ১১ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৩:১৮
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: বাহ্ অনেক সুন্দর একটি কবিতা।
পল্লীর আবহ উঠে এসেছে কবিতায়
আন্তরিক ধন্যবাদ কবি।
৪| ১২ ই অক্টোবর, ২০২৩ রাত ১২:৪৬
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১| ১১ ই অক্টোবর, ২০২৩ সকাল ১১:০৯
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ নতুন করে কবি পল্লী কবি কে দেখলাম
অনেক শুভ কামনা জানাই