নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না
ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হায়েনা
বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না
মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না
সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য
গরীবের মেহনতে গড়ে ওঠা এই জমিন কোটি কোটি মুমিনের জন্য
এ মাটির ফাঁকে ফাঁকে শহীদের খুন আছেে এ জমিন কখনো শুকায় না
মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না
এখানে বখতিয়ার সতেরো ঘোর সোয়ার নিয়ে তোলে কলেমার পতাকা
এখানে শাহজালাল, শাহ মাকদুম, খান জাহানের দূর্গ গড়ে রাখা
এখানে উচ্চ শীর শরীয়ত, তিতুমীর মরে তবু মাথাতো ঝুকায় না
মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না
এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আযান জমিনে লুটায় কোটি কোটি শীর
এখানে হাওয়ার আগে হাজারো কণ্ঠে জাগে দিকে দিকে নারায়ে তাকবীর
এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না
মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:১১
এম ডি মুসা বলেছেন: অনেক লোক আছে বর্তমানে সরকারে সাথে বা মানুষের সাথে উপরে দেশের স্বাধীনতাকে স্বীকার করে,তলে তলে দেশের পাকিস্তানকে সাপোর্ট করে এবং বলে এই দেশ পাকিস্তান ভালো ছিল, আমার বাড়ির পাশের একটা মাদরাসা তার এক ছাত্র আমার বাড়িতে আসছিল মাঝে মাঝে আসে তাকে জিজ্ঞাসা করলাম তোরা ১৬ ডিসম্বর বিজয় দিবস কিভাবে পালন করস? বলে হুজুরে বলছে যেভাবে কাউকে কোন কথা বলতে না, শুধু বিজয় মিছিলে হাঁটতে জাতীয় সংগীত গাইতে না মুখ নাড়তে,,ছেলেটার নাম সাব্বির, কিন্তু েএটা দিয়ে কি বুঝানো হলো? বঙ্গবন্ধু এই দেশে ইসলামিক ফাউন্ডেশন তৈরি করছে। তারপর এই দেশে শীতের মেীসুমে জোড়ে জোড়ে ওয়াজ শুনে রাতে , কেউ বাধা দেয়না, আমেরিকা বা ইউরোপে উচ্চ শব্দে আজান দিতে পারে না,সেখানে কি িএতটুকু স্বাধীনতা নেই, বাংলাদেশ কোনটা বাধা আছে? সংসদে প্রথমে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয় বাকি অন্য ধর্মকে নিয়ম পালন করে। আমার কাছে প্রশ্ন হলো েএদেশের মোল্লাদের মতলব কি?েআপনি সরকারের সমারোচনা করতে করতে পারেন? ভালো খারাপ কিন্তু স্বাধীনতা বিশ্বাস করে না তাদের এই দেশে কোন অধিকার রাখার মানে হয়না,
৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:২২
আরইউ বলেছেন:
তা উনি ছাড়া আর সব কবিরা কি “ঘুমন্ত“, উনিই কেবল জাগ্রত?
এই মাটি, এই দেশ শুধু মুমিনের না। এই মাটি এই দেশ এই দেশের কোটি জনতার। সেই জনতার মাঝে তথাকথিত মুমিন আছে, অন্য ধর্ম, বর্নের, চিন্তার, চেতনার, ভাবনার মানুষ আছে!
৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:২৬
এম ডি মুসা বলেছেন: ইউরোপ তো মুসলিম কান্ট্রি নেই , সেখানে মানুষ সঠিক ভাবে চলে কেন?? সেখানে কি ইসলামের আইনে চলে? না চলেনা না। কিন্তু আপনি অরজগতা করে দেশে ইসলাম কায়েম করতে চান,, নিজের স্বার্থ তৈরি করতে নাকি? আপনি আমি সবাই দেশের ভালো হয়ে গেলে তো হয়, ইউরোপ ভালো হয়ে চললে আমরা কেন পারি না? আর একটি কথা ! নিজ ভালো তার জগত ভালো। বাঙালি নিজের ভালোর খবর নেই পরের রচনা করতে ব্যস্ত। আপনি দেখেন আরব দেশে বা েইউরোপ দেশে ইসলাম ধর্ম কেউকে দাওয়াত দেওয়া লাগে না তাদের আল্লাহ ভয়ে তারা মুসলিম নামাজ পড়তে যায়,, কেউ বলাও লাগে না,,, যত ভেজাল আর মানুষের ভিতরে নানা কথা সৃষ্টি করে দেশেটার ভিতরে বিদ্ধেষ সৃষ্টি করা কোথাও ইসলামে নেই,, নবী (সঃ) কাউকে আঘাত করে কথা বলেনাই,, কাউকে মন্দ শব্দ উচ্চারণ করেন নাই ,, তার মুখের কথায় অন্য জন কষ্ট পায়নাই তিনি হলো নবী(সঃ) আজকাল নবীর আদর্শ মুখে সুরত সেজে বলে একজন অপরজনকে ওরে সিটার বলে ওরে বাটপার বলে, আবার েএকজন কি অহংকার করে ওয়াজ করতে গিয়ে, আল্লাহ ওদের আসমান দিয়ে দিছে, অহংকার তো শয়তান করছে তারও বহু ইবাদাতি লোক ছিল, আদম (আঃ) ছিলেন সাধারণ কোন তাকে তুচ্ছ করেন ইবলিশ, আপনি হুজুর হয়ে কোরআন কিতাব মুখস্ত করে , এত বড় দাবি করেন কিভাবে আল্লাহ কি আপনাকে িএত বড় সার্টিফিকেট কে দিলো আপনাকে ?আল্লাহ গায়েবি খবর কেউ জানে? আপনি এত অহংকার করেন আপনাকে আল্লাহ হতে পারে অপছন্দ করে। যারা নবীর আদর্শ মানে না তার মত দেখাতে চেষ্টা করে না সে মুমিন নয়।
৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৩১
মেঘনা বলেছেন: বাংলা বাঙালিদের মাটি। মুমিনের মাটি হবে কোনো?
আর বিদেশি বক্তিয়ার যে "সতেরো ঘোর সোয়ার "---- নিয়ে বাংলা জয় করেছিল--- সেটা বাঙালির লজ্জার ইতিহাস।
৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪২
রাজীব নুর বলেছেন: পড়িলাম।
৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:২২
কামাল১৮ বলেছেন: আমরা হবো তালেবান,বাংলা হবে—————।
৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৬
মোহাম্মদ গোফরান বলেছেন: বাংলাদেশে মমিন আসলে ০.১%। তবে তিনি একটা জায়গায় ঠিক, এদেশের বীর জনতা পাকিস্তানি জারজ শোয়রদের যেভাবে কানে ধরে বের করে দিসে দেশ থেকে, তেমনি যেকোনো দেশ বাংলাদেশের দিকে কুনজর দিলে আরেকবার লড়াই করবে। আর সে যুদ্ধে সবাই অংশগ্রহণ করবে।
৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৫৭
সাহাদাত উদরাজী বলেছেন: েমন কিছু বুঝি নাই, এদিকে ২য় দফা পড়তেও ইচ্ছা হল না!
©somewhere in net ltd.
১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:০১
এম ডি মুসা বলেছেন: তিনি কি বাংলাদেশের স্বাধীনতার বিশ্বাস করেন? দেশের মুক্তিযুদ্ধার রক্তকে বিশ্বাস করেন?