নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর পানে,জ্ঞান শিখরের তানে।ধর্মের আহ্বানে,ইসলামের জয়োগানে।

মূর্তজা ফয়সাল(শুভ্র)

Some are easy, some difficult.Just the change of view.

মূর্তজা ফয়সাল(শুভ্র) › বিস্তারিত পোস্টঃ

পথে প্রান্তরে--(১)

০৩ রা নভেম্বর, ২০১৬ দুপুর ২:০০

মাঝে মাঝে মনে হয় আমিই বোধহয় সবার খেকে অসুখি।কিন্তু প্রতীদিনের অফিস শেষে যখন বাসায় ফিরি,মাঝপথে মিরপুর-১ এর ওভার ব্রিজটা পেরোতে হয়।তখন নিয়োমিতো কিছু দৃশ্যের মুখোমুখি হই।অমানোবিয়ো সে দৃশ্য গুলো।কিছু মাতাল নেশার ঘোরে কি সব হাবিযাবি বকছে,কোন কোন নাড়ি তার সম্ভ্রম এর দর কষছে।ব্রিজ থেকে নেমে গাবতলী রোডের দিকে কিছুদুর এগোলে দেখা যায় আরেক দৃশ্য।ফুটপাতে পরে থাকা নাড়িপুরুষের সমাহার।কেহো রাস্তার ইটের উপরেই বেঘোরে ঘুমচ্ছে,কেহবা সামান্য একটু আধটু বিছানা পেতে তাতেই কোনরকম রাতটা পার করে নিচ্ছে,আশেপাশে দু একটা কুকুরও ঘুমাচ্ছে অবশ্য।আমার কাছে যদি সেরকম টাকা থাকতো আমি হয়তো এদের জন্য কিছু একটা করতাম।আচ্ছা যাদের আছে কিংবা উপর তলার মানুষ তাদের কি এগুলো চোখে পরেনা!তাও না হয় বাদ দিলাম সরকার!সরকারইবা কি করছে?সরকার বলছে দেশ উন্নয়নের মহাস্রোতে ভাসছে।মানছি সে কথা,কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে দেশের জনগন এর জীবনযাত্রাই অনুন্নতো সে দেশ উন্নতো হয়েইবা লাভ কি?আমি মনে করি সরকার যা কিছুই করছে তা তাদের একান্তই নিজ স্বার্থের জন্য।কেননা পরবর্তি নীর্বাচনেও যাতে তারা রাজত্ব কায়েম করতে পারে।দেশে কয়েক লক্ষাধিক বেকার।শিক্ষিতো হয়েও চাকরির অভাবে কেহ দিনমজুরি খাটছে,কেহ দোকানের সামান্য সেলস ম্যান এর পেশাকে বেছে নিচ্ছে।তবে সরকার কিইবা উন্নতী করছে।অপরদিকে দিকে দেখা যাচ্ছে প্রত্যেক সরকারি কর্মকর্তার বেতন বাড়ানো হয়েছে।বেশ ভালো,যার আছে তাকে আরো বাড়িয়ে দেয়া আরকি।এর একটাই কারন যাতে সব সরকারি কর্মচারী সরকারের কথায় বাধ্য থাকে।বাকিটা বিবেকবানরা ভালো করেই বুঝেন।যে জনসাধারন এর জন্য সবকিছু সেই জনগনই পথহারা।কিইবা সরকার কিইবা এদেশের জনগন।চারদিকে শুধুই দুর্নিতীর ছড়াছড়ি।যারা এদেশের অভিবাবক তাদের কি এতটুকু লজ্জাবোধ কাজ করেনা এরা ভবিষ্যৎ প্রজন্মকে ঠিক কিভাবে গড়ছে।এর মুল্যায়নটাওবা তারা অদুর ভবিষ্যতে কি পেতে পারে?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.