![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
♥ও দূর আকাশের পাখি♥
_________মুস্তফা সুজন রাজ
ও দূর আকাশের পাখি,
তোরে যে কত ডাকি;।
দিস না কেন সাড়া,
কিসের এত তাড়া?
চল না আমায় নিয়ে
আকাশ পানে গিয়ে
উড়ে বেড়াই দুজন
ছেড়ে এই কূজন।
মেঘের দেশে ঘর বানাবো
তোমায় আমি গান শোনাবো।
হাজার রংয়ে ঘর সাজাবো,
সুখের বীণায় সুর বাজাবো।
ও দূর আকাশের পাখি,
এসেই যা তুই দেখি
একলা একা থাকি,
হৃদয় তোরে রাখি।।
ও পাখি তুই আসবি কবে?
থাকবো না, যেদিন ভবে!
শত আশা হৃদয় কোণে
আশা কি মোর খাবে ঘুণে?
দিসনা তুই ফাঁকি আমায়,
একবার দিস দেখা!
হৃদয় ছিড়ে দেখিস একটু
কার নাম সেখানে লেখা!!!!
©somewhere in net ltd.