নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যারা দেশ নিয়ে প্যাচাল করতে করতে মুখে নোংরা থুথু জমিয়ে ফেলে অথচ কাজের কাজ কিছু করে না তাদেরকে ঘৃণা করি

ঘুমিয়ে থাকা বিবেকের জাগ্রত সত্ত্বা

এস এম নাদিম মাহমুদ

সত্যের নিরবিচ্ছিন্ন আশ্রয়

এস এম নাদিম মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

যে কারনে কাদের মোল্লার ফাঁসীর রায় হয়নি

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৪

আজ সকালে অনেক আনন্দিত ছিলাম। উত্তেজনায় রক্তের তাপমাত্রা ৩৭ ডি.সে বেশি হয়েছিল মনে হয়। ছোটকালে দাদা-দিদা বলতো বেশি আনন্দ করলে নাকি কোন প্রত্যাশিত বস্তু পাওয়া যায় না। আজ সেই কথা মনে হয় সত্যি হয়ে গেল।

একাত্তরের মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত নেতাদের রায় ঘোষণা নিয়ে যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে তা বণর্নাতীত।

আমরা জানি না কেন জাতি এই রায় পেল তবে খুব জানতে ইচ্ছে করছে। ফাসি না হওয়ার কারন গুলো খুজতে গিয়ে যা পেলাম তা হলো



*আজ ফাঁসীর রায় হলে জামায়াত শিবির সারা দেশে তাণ্ডবলীলা চালাতো

*গত কয়েক মাস ধরে শিবিরের হাতে পুলিশ নাজেহাল অবস্থায় দিন পার করছে ঠিক এই মুহুর্তে েএই রায় কিছুটা হলেও প্রশমন হবে

*সরকারের কিছু মহল বিদেশীদের চাপের কথা বলে রায়কে লূজ করেছে?

* পরবর্তী রায় সাঈদের বিরুদ্ধে ফাঁসী হতে পারে এ্মন আশঙ্কায গুনেতের ধারায় ফাসি-যাবজ্জীবন- ফাঁসী এই ক্রম অনুসরণ করা হয়েছে কি না?

*রাজনৈতিক প্রহশন থাকতে পারে

* বিচারপ্রতি নাসিমের মতো আরো কারও স্কাইপি শিবিরের কাছে জমা পরেছে কি না আর তা নিয়ে কোন ব্লাকমেইল হয়েছে কি না >



পরশেষে



মাননীয় বিচারক মহোদয়

আপনারা বিচারে যে রায় ঘোষণা করেছেন তা নিয়ে আমার কোন মাথা ব্যথা নেই। আমরা জানি আপনারা অনেক কিছু দেখে ও না দেখার ভান করেন। শুধু এইটুকু বলতে পারি ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়ে আপনি কিংবা আমি যে দেশের মুক্ত বাতাস গ্রহণ করতেছি সেই বাতাসের কাছে আজ অনেক অপরাধী আর ঋনী থেকে গেলাম। চল্লিশ বছর যেখানে স্বাধীনভাবে তারা চলাফেরা করেছে ঠিক সেই মুহুর্তে তাদের যাবজ্জীবন রায়টা কতটা প্রয়োজন ছিল সেটা আপনাদের ভালো জানা কথা। সাড়ে পনের কোটি জাতির স্বপ্ন নাশ করার ক্ষমতা নিশ্চয় আপনাদের নেই? কেউ যখন একজন ব্যক্তিকে হত্যা করে তখন আপনারতো ঠিকই ফাঁসীর কাষ্টে ঝুলান তাহলে সাড়ে তিনশজনকে হত্যাকরার পরও কেন এই রায় তা বোধগম্য নয়। স্তম্ভিত জাতিকে ফের অন্ধকারে ছেড়ে দেয়া আর পরাধীন থাকা একই কথা। শুধু শুধু আমাদের ত্রিশ লক্ষ ভাই-বোন বিদায় নিল।

মাননীয় সরকার

কয়েকদিন আগে মহামান্য রাষ্ট্রপ্রতি যাবজ্জীবন প্রাপ্ত আসামীকে বেকসুর খালাস দিয়েছিলেন রাজনৈতিক বিবেচনায়। আজ সাড়ে তিন সেঞ্চুরি কিলার (হত্যাকারী) অভিযোগে অভিযুক্ত কাদের মোল্লার যাবজ্জীবন হইলো মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির দাবীকারী সরকারের আমলে। অদৃষ্ট যদি খারাপ না হয় হাসিনা সরকার যখন থাকবে না তখনই কি সেই সময়ের রাষ্ট্রপ্রতি কাদের মোল্লাকে খালাস দিবে না তার নিশ্চয়তা কি? তাহলে কি যুদ্ধাপরাধীর বিচার দাবী কারী সরকার জামায়াত-শিবিরের ভয়ে ভীত? নাকি এটা সেফ একটা প্রহশন।

মন্তব্য ২০ টি রেটিং +৭/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১১

আলাপচারী বলেছেন: একমত

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৮

মনোপোল বলেছেন: সহমত,

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২০

ইসলাম রফিকুল বলেছেন: Rajakarder fhashi chai, dite hobe....

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

এস এম নাদিম মাহমুদ বলেছেন: মিছি মিছি শক্তি ক্ষয় হচ্ছে মনে হয়

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৩

আহলান বলেছেন: গতকাল যে ব্যাংক কর্মকর্তা মারা গেলেন, দার কি হবে? এই দায়ভার কে বহন করবে? সারা দেশে আজ চুরি ধর্ষন খুন ইত্যাদি লেগেই আছে। এসবের দিকে নজর না দিয়ে ৪০ বছর আগের বিচার কে কেন্দ্র করে এখন কাদা ছোড়া ছুড়ি করার কি অর্থ হতে পারে? এত এত খুন আর ধর্ষনের দায়ে গ্রেফতার করা মোল্ল্যারে তো ফাসি দিতে পারলি না, তাহলে লাভ কি হলো বিচারের নামে এমন নাটক করে নিরীহ মানুষের ভোগান্তি বাড়িয়ে? তোরাই বাপ মা, আমরাই শুয়োরের বাচ্চা ..........

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

এস এম নাদিম মাহমুদ বলেছেন: ভাই জাতির কন্দনের মূল্য যে দিতে জানে না সেই শাসক কখনো কলঙ্ক মুক্তি করতে পারে না। আতাঁত আর ভেলকি বাজীতে চলছে দেশ

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৫

খুব সাধারন একজন বলেছেন: হ আহলান, তোরাই শুয়োরের বাচ্চা, এদ্দিনে সত্য কথা কইসস।

সব জামাতি শুয়রের বাচ্চা।

যারা জানত না, যাইনা নাও।

৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৫

htusar বলেছেন: সহমত

৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৫

দ্য গডফাদার বলেছেন: শিবিরের গুন্ডারা এভাবে বিশ্বজিৎ কে ও কোপাইছে...প্রকাশ্যে,,,,,,,কি পােছে ওরা....ফাসি হোক গুন্ডাদের

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১১

এস এম নাদিম মাহমুদ বলেছেন: ফাঁসির রশির বড় দামরে ভাই কি আর বলবেন?.

৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৬

মুহাম্মাদ আলী বলেছেন: কোন কথা না
রাজাকারদের ফাঁসি চাই
গু আজমের বিচার চাই

৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৬

সেলিম আনোয়ার বলেছেন: প্রহসন।ওরা এতদিন বেচে আছে কাদের আশীর্বাদে?

১০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯

মহাজাগতিক পিঁপড়া বলেছেন: সামনে বিচার কি হয় সেটা দেখার বিষয়। আর এই বিচারে আপিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ফাসি চাই ই চাই।

১১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৬

ইয়াংিক বলেছেন: দাবি একটাই, হাম্বালিগ ও জাশি মুক্ত বাংলাদেশ চাই।

১২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৯

আহ্‌মুদুল বলেছেন: যুদ্ধাপরাধীর বিচার চাই,
ফাঁসি ছাড়া কথা নাই!

১৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৬

স্বপনবাজ বলেছেন: Defeat of history ...............

১৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৪

চোখের পলক বলেছেন: একজন একজন নয় সবগুলো নরপিশাচের একযোগে একই সময়ে মৃদন্ড কার্যকর করা হোক

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৬

এস এম নাদিম মাহমুদ বলেছেন: িনযামী, সাঈদী, মুজাহিদ, গু আজমের ফাঁসি রায় কার্যকর না হওয়া পর্যন্ত রাস্তায় দেখতে চাই

১৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৬

তুহিন সরকার বলেছেন:
কসাই কাদের সহ অন্যান্য মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই, ফাঁসি।

১৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০১

বটের ফল বলেছেন: প্রহসন!!! প্রহসন!!! প্রহসন!!! প্রহসন!!! প্রহসন!!! প্রহসন!!! প্রহসন!!!
এই প্রহসন!!! সহ্য করার মত না। বিচারক এবং সরকারের মুখে থুথু ছিটালেও এই জ্বালা জুরাবার না। কি দরকার ছিল জাতির সাথে এই প্রহসন করার? জাতির সামনে এইভাবে মুলা ঝুলাবার??

তাহলে এই সবই কি লোক দেখানো আার স্বার্থ হাসিলের জন্য???

আন্দোলন চলবে। সবার ফাঁসি না হওয়া পর্যন্ত সবাইকে রাস্তায় দেখতে চাই।

৫২ এর পুনরাবৃত্তি হোক আরও একবার।




tuhin_sarker বলেছেন:
কসাই কাদের সহ অন্যান্য মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই, ফাঁসি।


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.