নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যারা দেশ নিয়ে প্যাচাল করতে করতে মুখে নোংরা থুথু জমিয়ে ফেলে অথচ কাজের কাজ কিছু করে না তাদেরকে ঘৃণা করি

ঘুমিয়ে থাকা বিবেকের জাগ্রত সত্ত্বা

এস এম নাদিম মাহমুদ

সত্যের নিরবিচ্ছিন্ন আশ্রয়

এস এম নাদিম মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

এই সেই রাজীবের হত্যাকারী!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

তাকে ১ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হউক.......

হত্যাকারী.......

সে লিখেছে,,,,,,,,,,,,,,,

থাবা বাবা ওরফে আহমেদ রাজিব হায়দার অনেক আগেই তার নাম মুসলমানের খাতা থেকে কেটে ফেলেছে এতে কোন সন্দেহ নাই। থাবা বাবা ওরফে আহমেদ রাজিব হায়দার একটা কাট্টা কাফের হয়ে জীবন যাপন করেছে। যারা থাবা বাবা ওরফে আহমেদ রাজিব হায়দার কে হত্যা করেছে তারা অতি উত্তম কাজ করেছে। আপনারা কেউই থাবা বাবা ওরফে আহমেদ রাজিব হায়দার এর জানাজায় যাবেন না। কারন জানাজা হয় কোন মুসলমানের কোন কাফেরের নয়। আর কোন মুসলমান যদি জেনে শুনে কোন কাফেরের জানাজায় অংশ গ্রহন করে তাইলে সেই মুসলমান একজন কাফেরের জানাজায় অংশগ্রহন করে ইসলাম কে হেয় করার জন্য মুরতাদ হয়ে যাবে। সাবধান! আপনারা কেউই থাবা বাবা ওরফে আহমেদ রাজিব হায়দারের জানাজায় অংশ গ্রহন করবেন না। যে ব্যক্তি সারা জীবন আল্লাহ ও তাঁর রাসূলকে গালিগালাজ করেছে তার জন্য আবার কিসের জানাজা ? এখন সময় আসছে যে শুধু থাবা বাবা/আহমেদ রাজিব হায়দার ই নয় বিভিন্ন নাস্তিক ব্লগের এডমিন যারা দীর্ঘদিন ধরে তাদের ব্লগে আল্লাহ ও তাঁর রাসূলকে গালিগালাজ করার সুযোগ করে দিয়েছে অন্যান্য ব্লগারদের কে আমাদের মুসলমানদের উচিত ঐসব নাস্তিক ব্লগের এডমিন দের কে উচিত শিক্ষা দেয়া। কারন একজন মুসলমানের কাছে সবার আগে আল্লাহ ও তাঁর রাসূলের সম্মান বড়। আশা করি থাবা বাবা ওরফে আহমেদ রাজিব হায়দার নিহত হবার পর কুলাংগার নাস্তিক গুলি ও বিভিন্ন নাস্তিক ব্লগের এডমিনরা আল্লাহ ও তাঁর রাসূল কে গালিগালাজ করা বন্ধ করবে। আর তা না হলে উনারা সবাই অতীশীঘ্র থাবা বাবা ওরফে আহমেদ রাজীব হায়দারের ন্যায় এই নশ্বর দুনিয়া থেকে বিদায় নিবেন।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০২

কিবয়াল বলেছেন: পোস্টটা দেখে আমি চমকে উঠলাম। আপনি কীকরে নিশ্চিত হলেন। এই ছেলেটিই রাজীবের হত্যাকারী।

এধরনের মারাত্মক অভিযোগ করার আগে জেনেশুনে বলা উইচৎ। নচেৎ এই ছেলেটি মানুষের রোষের শিকার হতে পারে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

এস এম নাদিম মাহমুদ বলেছেন: আপনি উনার ফেবুতে যান। দেখবেন উনি কি কারিশমা বলেছেন........তারপর যদি আপনার বিবেক স্তম্ভিত হয় তবে আমার আর বলার কিছু নেই

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

আবু আব্দুল্লাহ ইবনে মুসা আল খোয়ারিজমি বলেছেন: কিবয়াল বলেছেন: পোস্টটা দেখে আমি চমকে উঠলাম। আপনি কীকরে নিশ্চিত হলেন। এই ছেলেটিই রাজীবের হত্যাকারী।

এধরনের মারাত্মক অভিযোগ করার আগে জেনেশুনে বলা উইচৎ। নচেৎ এই ছেলেটি মানুষের রোষের শিকার হতে পারে

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

বহুভুজ বলেছেন: তদন্তকারী পুলিশের কাছে অনুরোধ-এস এম নাদিম মাহমুদ কে জিজ্ঞাশাবাদের জন্য নেয়া হোক-নিশ্চয়ই তিনি থাবা বাবাঢ় হত্যা সম্পর্কে আরো প্রাক্টিক্যাল তথ্য দিতে পারবেন।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

এস এম নাদিম মাহমুদ বলেছেন: আপনার সামনে কাউকে হত্যা করলেও তো বলবেন আমি দেখিনি। আসলে আপনি উনার স্টাটার্সগুলো দেখেন তারপর ভাবুন কে কাকে জিজ্ঞাসাবাদ করা যায়.........

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

আমি পিচ্চি পোলা বলেছেন: ফালতু পোস্ট

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

েরদওয়ান রহমান বলেছেন: আল্লাহ
বলেনঃ ' ওদের (নাস্তিক, মুরতাদ,
মুনাফিক) কেউ মারা গেলে তাদের
জানাযাও তুমি কখনও পড়বেনা,
তার কবরের পাশে কখনও দাঁড়াবেনা, কেননা তারা আল্লাহ
ও তাঁর
সাথে কুফরী করেছে' (সুরা তাওবাঃ ৮৪)

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

ra66i বলেছেন: আিম ত জানতাম আল্লাহৱ হুকুম মত ইবাদত বেন্দগী কৱাই একজন মুসলমােনৱ কােছ সব িথেক বড়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.