![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যের নিরবিচ্ছিন্ন আশ্রয়
স্কুলে যখন পড়তাম তখন মাঝে মাঝে মনে হতো ইস আমার যদি ‘ইয়ে’ থাকতো। কৌশরের চাওয়াগুলো স্যারেরা বুঝে ফেলতো আর বলতো এখন পড়াশোনা কর কলেজে উঠে অনেক পাবি তখন যতো বাদাম খেতে পারিস বসে বসে খাবি। কলেজে পা দিলাম ‘ ও্ফ শিট....রঙ্গীন চোখ...মনে হয় পৃথিবীর সব ‘মেয়েরা সুন্দর। তাই প্রেমের বাসনা ছুটাছুটি করতো। পড়ার চাপে প্রেম কখন যে আমাকে ছেড়ে বিদায় নিলো বুঝতেই পারলাম না।...মনে মনে ভাবলাম ইউনিভার্সিটিতে উঠে ‘অধ্যায়’ শুরু করবো। বিশ্ববিদ্যালয়ও শেষের পথে নারী ‘প্রেম’ শব্দটি কেবলই বহুদূর বহুদূর...... তবে এখানে উঠে একটি প্রেম প্রবল হয়ে উঠলো তা হলো ‘স্বদেশপ্রেম’। ভাবলাম তবুওতো প্রেম শব্দটি আমার হাতে বস হলো। অন্ধের মতো সেই ভালবাসা আহা------কি আবেগী প্রেমপত্র (ফেবু স্টাটার্স) । রক্তের উন্মদনা দেখে মনে হয় আমাদের প্রেম চিরঅম্লান। কিন্তু না আমার সেই ধারণাগুলো ভেস্তে যেতে শুরু করেছে। চারিদিকে ব্যর্থ প্রেমিক (স্বদেশ) দের দেখে চোখে কেবল হতাশার আলো বিরাজ করছে। স্বদেশ প্রেমের ছিরি দেখে বমি আসতে শুরু করেছে। নারী প্রেমের মতো স্বদেশ প্রেম কেবল স্বার্থময় হয়ে উঠেছে। আহা !!! মনে হচ্ছে প্রথম প্রেমটিই না জানি ব্যর্থ হয়ে যায়........
২| ১১ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৪
শাকিল ১৭০৫ বলেছেন: আহা !!! মনে হচ্ছে প্রথম প্রেমটিই না জানি ব্যর্থ হয়ে যায়........
৩| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১:০০
আরজু পনি বলেছেন:
আমিই কি আপনার পোস্টে অনেক দিন পর আসলাম.....???!!!!!!
নাকি আপনিই অনেকদিন পর পোস্ট দিলেন?
আপনাকে দেখে আমার প্রিয় কয়েকজন সহব্লগারের কথা মনে পড়ে যাচ্ছে!
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:১১
এস এম নাদিম মাহমুদ বলেছেন: আপু েএকটু ব্যস্ত দিন যাচ্ছে। ফাইনাল পরীক্ষা সামনে। তাছাড়া নিউজ নিয়েও অনেক ব্যস্ত থাকতে হয়। ফাইনাল পরীক্ষা শেষ হউক তারপর নিয়মিত হবো। এই বছরের শেষের দিকে নিয়মিত পাবেন
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৫
পেন্সিল চোর বলেছেন: আহা কি প্রেম!!!