নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যারা দেশ নিয়ে প্যাচাল করতে করতে মুখে নোংরা থুথু জমিয়ে ফেলে অথচ কাজের কাজ কিছু করে না তাদেরকে ঘৃণা করি

ঘুমিয়ে থাকা বিবেকের জাগ্রত সত্ত্বা

এস এম নাদিম মাহমুদ

সত্যের নিরবিচ্ছিন্ন আশ্রয়

এস এম নাদিম মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

ব্লগিং না করে জ্ঞান আসে কোথা থেকে?

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৮

গত কয়েকদিন থেকে আলোচনা হচ্ছে ব্লগ। ব্লগ নিয়ে আইন তারপর গ্রেপ্তার আটক। কেউ কি বলতে পারেন ওই আইনের কথা বলে এমন মন্ত্রী-আমলাদের মধ্যে কতজন ব্লগ পরেছেন? কতজনের ফেবু আইডি আছে? ইদানিং কয়েকজন মন্ত্রী এমপিকে দেখছি ফেবুতে তাদের পোস্ট দেখে মনে হয় আকাউন্ট কর্মচারীদের লিজ দিয়েছেন। খুব কষ্ট লাগলোও সত্য যে বিরোধীদলীয় নেতা ও উনার ছেলের একটি ফেইসবুক আকাউন্ট থেকে একই ধরনের পোস্ট মাত্র কয়েক সেকেন্ডের পাথক্যেতে। যারা ব্লগিং আইনে আস্তিকতা কিংবা নাস্তিকতা শব্দগুলো প্রয়োগ করছেন তারাও যদি নিয়মিত ব্লগ পরতেন কিংবা কমেন্ট করতেন নিশ্চয় তাদের নামেও এই ধরনের কথা উঠতো। অপরাধীদের শাস্তি পেতে হবে দিতে হবে এমন উক্তি যেমন সত্য তেমনি না জেনে না বুঝে অপবাদ দেয়ার যে মানসিকতা তৈরি হয়েছে আর সেটাই হুজগে বাঙ্গালিদের উস্ককে দেয়া কতটা বাঞ্জনীয় সেটাই ভাবনার বিষয়। মুক্তিযুদ্ধ স্বপক্ষের শক্তি আর দাঁড়িয়ালা কিংবা টুপিয়ালাদের মেরুকরণ বিভেদ জাতির জন্য মঙ্গলকর নয়। স্বাধীনতার পর জন্মগ্রহণ কারী এই তরুণ সমাজ কিন্তু যুদ্ধাপরাধী নয়। তাদের শক্তিও সেই পক্ষের নয়। কিন্তু তাদেরকে ব্যবহার করা হচ্ছে কিংবা সুযোগ দেয়া হচ্ছে । আলোর পথে ফিরে আসা যদি ধর্মচ্যুত কিংবা মুরতাদ হয় সেটা কোন ধর্মকে তুচ্ছ জ্ঞান করাও বাংলাদেশ সংবিধান লঙ্ঘিত। শাস্তি হউক ধর্ম নিয়ে বিশ্বাসীঘাতকদের ...শাস্তি হউক মসজিদ. মন্দির পুড়ানোদের এককভাবে কোন নিলুপ্ত অভিযোগ নয়।....কেটে যাক অন্ধকার

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৯

আজমান আন্দালিব বলেছেন: সব মন্ত্রী এমপি এবং রাজনৈতিক নেতাদের বাধ্যতামূলক ব্লগ অ্যাকাউন্ট থাকা উচিত। তাদের উন্নয়নের ফিরিস্তি ব্লগে দেবে। তাহলে ব্লগে কি নাস্তিকতার চর্চা হয় নাকি গঠনমূলক কিছু হয় তা বুঝতে পারবে। প্রয়োজনে প্রত্যেকে আলাদা আলাদা ব্লগ খুলতে পারে যেখানে তাদের অনুসারীরা লেখালেখি করবে।

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৭

এ্যানড্রোমিডা বলেছেন: আপনি তো ভাই পাগল - মন্ত্রী/এম.পি দের ফেসবুক, ব্লগ একাউন্ট আশা করেন। যে কোনো একটারে যদি বলেন বাংলায় তার নিজের একটা বায়োগ্রফি লিখতে এই ৩০০টার ৯০% ই পারবে না ব্লগ/ফেসবুকতো বহুদূর।

৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৯

আমি বাঁধনহারা বলেছেন:


ভালো লাগল:+++++++

শুভ কামনা রইল।


ভালো থাকবেন
মনে রাখবেন!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.