নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যারা দেশ নিয়ে প্যাচাল করতে করতে মুখে নোংরা থুথু জমিয়ে ফেলে অথচ কাজের কাজ কিছু করে না তাদেরকে ঘৃণা করি

ঘুমিয়ে থাকা বিবেকের জাগ্রত সত্ত্বা

এস এম নাদিম মাহমুদ

সত্যের নিরবিচ্ছিন্ন আশ্রয়

এস এম নাদিম মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

লেখা প্রত্যাহার করেই কি প্রথম আলো দায় মুক্ত হলো????

১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৯

গতকাল নববর্ষের প্রথম দিনেই প্রথম আলো যা দেখিয়েছে তা নববর্ষের শ্রেষ্ঠ উপহার দিয়েছেন তারা। আমরা লেখাটির সমালোচনা করছি না। শুধুমাত্র একটি বিষয় বলতে চাই ‘‘ জাতির এই ক্রান্তিকালে আপনাদের মতো এক দায়িত্বশীল পত্রিকা কিভাবে এই অবসাবধানতা’ করতে পারে?? হাসনাত আবদুল হাই রচিত ‘টিভি ক্যামেরার সামনে মেয়েটি’ লেখাটি আপনারা ক্রোড় পত্রে ছাপিয়েছেন। আমার মনে হয় ক্রোড়পত্র যেকোন পত্রিকায় যখন ছাপানো হয় নিশ্চয় তা কয়েকদিন আগে থেকে প্রস্তুত করা থাকে। তাহলে আপনারা কি নিজের পত্রিকা নিজেই পরেন না ? নাকি লেখকের জনপ্রিয়তা দেখে তার লেখায় ছাপিয়ে দেন। শুধু লেখা প্রত্যাহার করলেই কি সব শেষ? নাকি এটার জন্য আপনাদের শাস্তিমূলক ব্যবস্থা নেয়া দরকার। আরিফুর রহমানকে কাটুনের জন্য প্রত্যাহার করে নিয়েছিলেন। সেটা আমরা জানি কিন্তু একটি জাতীয় ইস্যুকে অগ্নি সংযোগ করা কতটা আপনাদের কাছ থেকে জাতি কামণা করে?? কয়েকমন দুধে যেমন একফোট টকই যথেষ্ঠ ঠিক তেমনি আপনাদের পদদলিত করার জন্য একটি লেখায় যথেষ্ঠ। এতো জনবল নিয়ে আপনারা তাহলে এটাই প্রমাণ করলেন যে ব্যক্তিকেন্দ্রিক লেখা কখনো অবমূল্যায়ন হয় না। হ্যা হাসনাত আব্দুল হাই একজন বিজ্ঞ ব্যক্তি কিন্তু এটা জানতাম না উনি একজন চটি লেখক। এইসব ব্যক্তি কিনা বাংলা একাডেমির মতো প্রসংশনীয় পুরস্কার পায়। তার লেখার জন্যও জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। আমরা অন্তত লজ্জিত আপনার টিভির সামনে মেয়েটির জন্য। ধিক্কার জানাই আপনার এই চিন্তা ধারার।........

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৩

ফজলে রাব্বি জেমস বলেছেন: হ্যা হাসনাত আব্দুল হাই একজন বিজ্ঞ ব্যক্তি কিন্তু এটা জানতাম না উনি একজন চটি লেখক। তার লেখার জন্যও জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত।

১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৯

এস এম নাদিম মাহমুদ বলেছেন: :( :( :( :( :( :( :( :( :( :( :| :| :| :| :| :| :|

২| ১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৪

ফজলে রাব্বি জেমস বলেছেন: গতকাল নববর্ষের প্রথম দিনেই প্রথম আলো যা দেখিয়েছে তা নববর্ষের শ্রেষ্ঠ উপহার দিয়েছেন তারা

৩| ১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৫

পিওর গাধা বলেছেন: আমার পুরানা পেপার টা কি ব্যাক নিয়ে যাবে?

৪| ১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৮

পুংটা বলেছেন: জুতো মেরে গরু দান। B-))

১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১০

এস এম নাদিম মাহমুদ বলেছেন: এটাতেও ক্ষান্ত হতে চায় না। ওরা চাই ‘‘ মেরে ফেলে কবর দান’’’

৫| ১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৬

বুলবুল আহ্‌মেদ বলেছেন: আল্লাহ তাআলা বাতিলকে বাতিলের দ্বারা ধ্বংস করেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.