![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মতে পরবর্তি ম্যাচে আমাদের ব্যাটিং অর্ডার হওয়া উচিৎ এরকম:-
১। এনামুল (বিজয়)
২। শামসুর (শুভ)
৩। তামিম
৪। সাকিব
৫। মুসফিক
৬। জিয়া
৭। নাসির
৮। মাহামুদুল্লা
৯। সোহাগ গাজী
১০। মাসরাফি
১১। আল আমিন
পরে ব্যাটিং করলে এবং আস্কিং রান রেট বেশি হলে ওয়ান ডাউনে এবং জিয়া কে পাঠানো যেতে পারে।
২| ২৯ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২০
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: কিন্তু কোন লাভ নাই যত একাদশই দেন বাংলাদেশ বাকি দুইটা ম্যাচও হারবে।
৩| ২৯ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২০
নিশাত তাসনিম বলেছেন: তামিমকে দল থেকে বাদ দেওয়া হোক।
৪| ২৯ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২২
দালাল০০৭০০৭ বলেছেন: তামিম ,মাহামুদুল্লাহ আর নাসির কে বাদ দেয়া দরকার ।
২৯ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩০
নুর মোহাম বলেছেন: এই মুহুত্বে সেটা সম্ভব নয়, কেননা দলে যে ১৪ জন আছে সেখান থেকেই একাদশ নির্বাচন করতে হবে।
৫| ২৯ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮
রবিউল করিম বাবু বলেছেন: ভাই তামিমকে সবার শেষে দেওয়া যায়না?
২৯ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫০
নুর মোহাম বলেছেন: শুধু তামিম রে দোষ দিয়া লাভ কি , সব দোষ আমাদের স্নো কোম্পানির, আরে ভাই এড বানাবি বানা সাকিব , তামিম রে টানার কি দরকার, ওদের এড করাইতে করাইতে ওরা ঘুমাইলে দেখে কেমনে এড করলে আর একটু সুন্দর হইত আরেক এড পাইত, আর টাকার পাহাড় গড়ত।
৬| ২৯ শে মার্চ, ২০১৪ রাত ৮:০৬
রাজীব বলেছেন: আমার মনে জয় জিয়া, সোহাগ কে আরেকটু উপরে খেলানো দরকার। কারন ১৪০-১৬০ করে ম্যাচ জেতা যাবেনা। কোন ম্যাচে যদি পাগলামি ব্যাটিং করে
১৮৯-২০০ করা যায় তাহলে হয়ত জেতা যাবে।
২৯ শে মার্চ, ২০১৪ রাত ৮:০৯
নুর মোহাম বলেছেন: সহমত
৭| ২৯ শে মার্চ, ২০১৪ রাত ৮:৪৫
জাহিদবিডি বলেছেন: গায়ে চর্বি জমেছে। শত পরিবর্তন করেও কিছু হবে। বিশ্বকাপ শেষ হলে পরবর্তী বাংলাদেশ দলে যদি কমপক্ষে ৫জন নতুন খেলোয়াড় যুক্ত করা যায় তার কিছুদিন পর রেজাল্ট আসবে। আর যদি সম্ভব না হয় তাহলে এরকমই থাকবে।
৮| ৩০ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৪৫
হেডস্যার বলেছেন:
কেউই আসলে ফর্মে নাই, যেভাবেই নামানো হোক রান আসবে বলে মনে হয় না।
খুব খারাপ অবস্থা, তবে আমি যথারীতি আশাবাদী।
ফাইট দেখতে চাই...
©somewhere in net ltd.
১|
২৯ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১৬
রাকীব হাসান বলেছেন: Click This Link