![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইন্ডিয়ান ভিসার ই-টোকেন ডেট পাচ্ছি না,কিভাবে পাবো সেটা কেউ যদি জানেন, প্লীজ হেল্প করেন,
, একলোক বলেছে, তাকে ৪০০ টাকা অার ফাইল নাম্বার দিলে সে ডেট নিয়ে দিবে , কথা হচ্ছে ঐ লোক যেহুতু পারবে তাহলে আমি পারবোনা কেন, সামুতে এত ব্লগার বন্ধুরা আছে, জানি কেউ না কেউ হেল্প করবেই,
২| ০৮ ই জুন, ২০১৪ রাত ৯:৫৬
স্নিগ্ধ শোভন বলেছেন: আমিও একই প্রব্লেমে আছি
৩| ০৮ ই জুন, ২০১৪ রাত ১১:০৬
ঢাকার কুতুব বলেছেন: আমিও একই সমস্যায় আছি। ৪০০ টাকায় কে দেবে আমাকে নম্বর দেন। কারণ, এক দালাল আমার কাছে ১০০০ টাকা চেয়েছে।
৪| ০৮ ই জুন, ২০১৪ রাত ১১:০৭
নাহিদ তামিম বলেছেন: ৪০০ কম চাইছে। জলদি করে ফেলেন। মার্চ মাস থেকে দালাল ছাড়া কেউ পারছে না।
৫| ১০ ই জুন, ২০১৪ রাত ৯:০৫
মেককুমিল্লা বলেছেন: ভাই কোন সামাধান কি পেয়েছেন? পেয়ে থাকলে জানাবেন আর না পেয়ে থাকলে
৪০০ টাকায় কে করে তার মোবাইল নাম্বাটা দিলে উপকৃত হব।
please............................................. ভাইয়া।
৬| ১২ ই জুন, ২০১৪ রাত ১২:১২
মেককুমিল্লা বলেছেন: ভাই দয়া করে ৪০০ টাকার দালালের নাম্বারটা এই নাম্বারে ০১৯৫০৭০০৫৪৫ এস এম এস দিয়েন।
©somewhere in net ltd.
১|
০৮ ই জুন, ২০১৪ রাত ৮:২৩
ঢাকাবাসী বলেছেন: ৪ শ দিয়া করায়া ফালান, সে পারবে আপনে পারবেননা! মাল না থাকলে পোলায় বাপ ডাকেনা জানেন?