নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন অতি সাধারণ মানুষ...একটু লিখতে ভালোবাসি...এই যা...ব্লগে নিজের নাম প্রকাশে অনিচ্ছুক...তবে সা হো স এটাই আমার পুরো নামের সংক্ষেপ। \n\nসবার ব্লগিং হোক সুন্দর ও আনন্দময়।

গুরুর শিষ্য

একজন অতি সাধারণ মানুষ

গুরুর শিষ্য › বিস্তারিত পোস্টঃ

দিদির বিয়ে-২

২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৩



মাস খানেক পরে সব ঠিক-ঠাক
বর নিয়ে এলাম দিদির তরে
দেখা-দেখি চলছে বড়দি মনির ঘরে।
তোর মুখে মিষ্টি মধুর হাসি
বুঝেছি বর যে হবে তার
ঝুলবে গলায় ফাঁসি।

সব কিছু অমন পাকাপাকি হবে ভাবিনি
ঈশ্বরের কৃপায় সবই হল মানি
হঠাৎ জব্বর ঘটক কি বর জোটালো
এই নিয়ে চলছে ফিসফিসানি।

উঠে এলি দিদি আমার তুই
ডাকলি হাদা ও দাদা যাচ্ছিস কই?
বললাম ওরে দিদি
কি বলবি বল জলদি।
নগদ টাকার মাত্র পেলুম
আর একটা ঘটকালি।
এবার তুই বল বামুনি
কেমন বামুন জোটালাম তোর
ওরে আমার দাদা সব মিলেছে
রাখিসনি ফাঁক আধা
তোকে যে বোকা ভাবে
সেই আসল গাধা।

ওরে আমার দিদি
সব মিললেও টিকি আছে ঠিকই

কি যা তা বলিস রে তুই?

ওরে আমার দিদি
চে গুয়েভারার টুপিটা
খুললেই দেখতে পাবি সবই।

বলিস কি রে এখুনি যা খোল টুপি
গোত্র-বর্ণ সব মিলেছে
এখন আবার খুঁত ধরিস যে।

এটা দেখেছিস
ওহ! ক্রিকেট ব্যাট
দা দা দা দাঁড়া যাচ্ছি খুলতে।

সোজা গিয়ে খুললাম
চে গুয়েভারার টুপি
আহা খাঁটি বামুন
লুকিয়ে আছে টিকি!

তারপর চার-ছক্কা হই হই
আর কিছু মনে নেই
বিছানা থেকে উঠে সুধালাম আমি কই
পাশ থেকে উত্তর দিল
মশাই পাতালে নেই হাসাপাতালে
অমন লক্ষ্মী প্রতিমা
ব্যাট হাতে প্রলয় নিত্য যা করলে।

আপনিতো এক চারেই বেহুশ
জ্ঞান যতক্ষণ ছিল
আমি আর বর খগেন
অর্ধ শতকে হারিয়েছি জ্ঞান।
মানুষ ভাল ওর জামাই বোন
তারাই হাসপাতালে এনেছেন।

ওরে আমার দাদা নো টেনশন
আছে এই ঘটক হাদা

ওরে আমার ঘটকালি
দুধের ভেতর আকালি
নিজের বোনটি রেখে
ছুটবেন কোন দিকে

এই যে মশাই বর ভাববেন না
অল্প সময় পর
নতুন ইনিংস হবে শুরু
বলুন তবে জয় মহাগুরু

ওরে ঘটক দাদা নইকো অত হাদা
অর্ধ শতকে দুদিন পুরোটাতে চিরদিন
কোন কুক্ষণে ধরেছি ঘটক এমন
দরকার নেই তোর ওই চামুণ্ডি বোন।

শেষ পর্ব

অনুপ্রেরণা : ব্লগার প্রামানিক

পুনশ্চ : ছন্দ-তাল কোনটাই মেলানেরা সময় পাইনি...ও পরে একসময় হবেক্ষণ...

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৮

প্রামানিক বলেছেন: অনুপ্রেরণা : ব্লগার প্রামানিক

যার অনুপ্রেরণায় লেখা তারই খবর নাই। ক্ষমা প্রার্থী।

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৯

গুরুর শিষ্য বলেছেন: ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.