![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চোখের জোতি বুঝি দিনকে দিন কমিয়া যাইতেছে...গত রাতে এক কনিষ্ঠ ভগিনী কহিল তাহার ফেসবুকে অযাচিত অশ্লীল বিষয় পোস্ট হইতেছে প্রতিকার পাইতেছে না...আমি খুঁজিয়া কিছুই পাইতেছিলাম না...সে রাগিয়া কহিল- চশমার পাওয়ার বদলান...
তাইতো চক্ষুর জোতির কারণে তাহাকে উদ্ধার করিতে পারিতেছি না...পুরুষেরা সকলেই সুযোগের অভাবে চরিত্রবান ইহা সর্বজনে স্বীকৃত...তাই তাহাদের ওয়ালে অনাকাঙ্ক্ষিত কিছু পাইলেই কি আর না পাইলেই কি...উহারা একটুখানি যদি বলিয়া দেন...বিষয়টা অনাকাঙ্ক্ষিত তাহলেই সব চুকিয়া যায়...
তবে মেয়ে মানুষের অমন আপদ বড়ই দুর্যোগের...যাহোক অনেক পরে তাহার সমাধান দিলাম- সে কহিল, আগেই কহিয়াছি চশমার সমস্যা... আফিসের কলিগদিগকে সেদিন ড্রাইভারের নম্বর ভুল দিয়াছিলাম- যে নম্বর নিজ চক্ষু দিয়া দেখিয়া দিয়াছি তাহা ভুল ছিল- যাহোক তাহারা শেষ পর্যন্ত ওই নিশিরাতে এক ঘণ্টা দেরি করিয়া বাসা ফিরিয়াছিল...যদিও জরিমানা স্বরূপ কফি পান আর চশমা পরিবর্তন করিতে বলিয়াছেন...
আমার এক কোর্সমেটও সেদিন তাহার স্বামী সমেত থাকা রিকশা হইতে হাত নাড়িয়া অভিবাদন জানাইলো...আমি বুঝি নাই সে কাহাকে অভিবাদন করিতেছে...বেশ কয়েকবার হাত নাড়ানোর পর যখন কাছে আসিয়া কহিল- ভাইয়া কেমন আছেন...তখন বুঝিলাম ওই বেগানা নারী আমার পূর্ব পরিচিতা...
আসল কথা হইলো চোখের চশমার পাওয়ার দুইটাতেই ১+...আর চশমা পড়িতেও ভালো লাগে না...যদিও এক নারী ডাক্তার আমাকে পূর্বেই বলিয়াছেন; চশমা পড়িলে আপনাকে খারাপ লাগে এমন কথা কেউ বলিয়াছে কি না...বিব্রত হইয়াছিলাম...এরপর এক হোমিওপ্যাথির নারী ডাক্তারের কাছেও বিব্রত হইয়াছিলাম...
যাহোক চশমা পড়িতে ভাললাগে না; এজন্য অফিসে একটা আর বাসায় একটা ব্যবহার করি...তারপরও বলিব চোখেরইতো ভুল হয়...এই চোখইতো মনকে কত ভুল সিগনাল পাঠায়...তার খোঁজ কেহ রাখে...কম দেখি তাই আকর্ষিত বা বিকর্ষিত কম হই...
পুনশ্চ : সাধু লিখিবার প্রচেষ্টায় ভুল ত্রুটি মার্জনীয়...
২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:১৬
গুরুর শিষ্য বলেছেন: এটা গল্প না হাকিকত...
২| ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৫
গেম চেঞ্জার বলেছেন: আপনার চিন্তার স্রোতের প্রয়োজনীয়তা অনস্বীকার্য!! তাই বলিয়া দর্শনে মনোযোগী হইয়া পড়িলে চইলত-নো। প্রযুক্তি ও নৈতিক সত্ত্বার উন্নয়ন ঘটানো অবশ্য প্রয়োজনীয়।
২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:১৭
গুরুর শিষ্য বলেছেন: আপনি সব চেঞ্জ করেই ছাড়বেন...ভালো পরামর্শ...ধন্যবাদ
৩| ২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:১১
সুমন কর বলেছেন: মোটামুটি লাগল।
আমি কিন্তু চশমা ব্যবহার করি....
২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:১৮
গুরুর শিষ্য বলেছেন: আমিও আধা চশমুক...
৪| ২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:২১
মানবী বলেছেন: চশমার পাওয়ার +১ বিধায় ফেসবুকের ওয়াল দেখতে অসুবিধা হইলেও দূরবর্তী বেগানার সম্ভাষণ দেখিতে সমস্যা হইবার কথা নয়। একাধিক সম্ভাষণের মাঝে তাহাকে আলাদা করিয়া চিনিতে অক্ষম হইলে তাহা ভিন্ন কথা।
(সাধু ভাষায় আমার দক্ষতা শূণ্য, একটু চেষ্টা মাত্র)
মজার পোস্টের জন্য ধন্যবাদ।
২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:২৮
গুরুর শিষ্য বলেছেন: কিঞ্চিত লজ্জিত হলাম....
৫| ২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১৮
মানবী বলেছেন: লেখককে লজ্জিত করিবার অভিপ্রায়ে মন্তব্য করা হয়নি, তাই দুঃখ প্রকাশ করিতে পূণরায় আগমন :-)
সাধুভাষার প্রয়োগের ত্রুটি মার্জনার দৃষ্টিতে দেখিবার অনুরোধ।
২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২৩
গুরুর শিষ্য বলেছেন: ওভাবে বলিনিকো- মানে মৃদু হাসিলাম...
©somewhere in net ltd.
১|
২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৭
প্রামানিক বলেছেন: সাধু ভাষায় লিখিত গল্প পড়ে মজাই পেলাম। ধন্যবাদ