![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকাল আমার এক স্কুলবন্ধুর সঙ্গে অনেক কথা হল...গত বছর ওর বিয়েতেও যেতে পারিনি...যাহোক ও এখন পিতৃসম্ভাবা...কথায় কথায় অনেক কথা হল; সব বন্ধুরা ভাবতো আমি একটা প্রেমে জড়িয়েছিলাম- ও বিবাহের পরামর্শপূর্বক আমাকে ওই কথাটা স্মরণ করিয়ে দিল...
তবে ঘটনাটা আংশিক সত্য। অকাতরে বলছি; বাস্তবতা হলো- একদা দুটো প্রেমে পড়েছিলাম...আর তা রিয়েল লাইফে ছিলনা...ভার্চুয়াল লাইফে...ও সময় শারীরিকভাবে অসুস্থও ছিলাম- ‘ইনসোমনিয়া’ তথা অনিন্দ্র জেঁকে বসেছিল- তাই ঈষৎ দুষ্টুমি...যেগুলোকে সিরিয়াসলি নেয়া হয়নি...
একটা ছিল বাল্যবন্ধু দেবাশীষের কল্যাণে...মানুষ কতটুকু হারামি হয়; ওকে বললাম- তোর গার্লফ্রেন্ড থাকলে নম্বর দে...ও মুখস্ত নম্বর দিয়ে দিল; আসলে বাস্তবে ওটা বানানো নম্বর ছিলো...ব্যস বুঝতে বুঝতে সর্বনাশ কিছুতেই বেচারিকে নিবৃত রাখা যায়নি...
ওই একই সময় আমার রুমের একরুম পরের কল্যাণে দৈবচয়নে আরেকটা মিলে যায়...
কি যে যন্ত্রণা- বিপরীত লিঙ্গ বলে কথা। আলাপ করতে ভালোই লাগতো...পরে মোবাইলে টাকা না থাকলে হাজারে হাজারে টাকা চলে আসতো...একসাথে কি আর দুটো কৃত্রিম ইনিংস খেলা যায়?
কোনো উপায় পাচ্ছিলাম না...পরে দু’জনকে একদিন কনফারেন্সে এক করে দিলাম- ব্যস আমার আর কিছুই করা লাগলো না...মেয়েরা ঝগড়ার সময় কত রঙের শব্দ ব্যবহার করতে পারে! তা থেকে নিজেরও কিছু শব্দজ্ঞান হলো-আরকি!
অনেক সঙ্কটের মধ্য দিয়ে আপদ দু’টো কাটানো গেছে। আসলে এসব ফালতু বিষয় জীবনটাকে বিষিয়ে তুলে...এগুলোতে না জড়ানোই উত্তম...ওই দু’জনেরই বিয়ে হয়েছে- সুযোগ মত ফোন দিয়ে যথেষ্ট ঝেড়েছে!
পুনশ্চ : জীবনের প্রথম প্রেম বাল্যেই ছেড়েছি...ওসব কম্ম বা কারো অধীনে থাকা আমার পক্ষে...সম্ভব না...আসলে যারে চাই তার ছায়াও পাইনা।
শিক্ষা : ইহ জীবনে ওসব ফালতু বিষয়ে না জড়ানোই উত্তম...ওই ফালতু আবেগ দিয়ে এখনতো আর জীবন চলছে না...
এইযে মুক্ত বিহঙ্গের মত চলা ও পাপ-পঙ্কিলতামুক্ত জীবন এইতো মহাসুখের...
বিশেষত, অনুধাবনপূর্বক টাকাগুলো লোডিং মারফত ফেরতও দিয়েছিলাম...
৩০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০০
গুরুর শিষ্য বলেছেন: আপনারে কিছুই কমু না...
©somewhere in net ltd.
১|
৩০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪৩
আব্দুল্যাহ বলেছেন: কেউ অন্যের শিক্ষা নিতে আগ্রহী নয়, সবাই নিজেই শিখতে চায়