![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজধানীতে বসে বসে অমানবিকতার চর্চা করছি...যান্ত্রিক জীবন- মানবিকতা সেই কোথায় হারিয়ে গেছে...দূর থেকে বা এলাকা থেকে কেউ এলে তাকে একটুও সময় দেয়া হয় না...কয়েকদিন আগে এলাকার এক ছোটভাই এসেছিল তাকে এক ফোঁটাও সময় দেয়া হয়নি...এরপর আরেকজন বড় ভাই এল তাকেও সময় দেয়া হয়নি...বাসা পর্যন্ত আনা হয়নি...বাস্তবে বিরক্তও লাগে সময় মেলাতে পারিনা...সব বিরক্তি নিজের ওপরই...
সেদিন এক স্কুলবন্ধু ঢাকায় এসে ফোন দিল...গত মাসের ৩০ তারিখ পর্যন্ত তার ঢাকায় থাকার কথা ছিল...আইসিডিডিআর’বিতে ট্রেনিং ছিল...আর এ মাসের ৪ তারিখ খেয়াল হল বিষয়টা!...
এমনটা নয় অনেক বড় কিছু করি আর এমনও নয় অহংকারী...তবে রাজধানীতে বসে বসে যে অমানবিকতার চর্চা করছি এ বিষয়ে কোন সন্দেহ নেই...
অথচ এই আমাকে সব সময় অনলাইনে পায় মানুষ...
০৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩০
গুরুর শিষ্য বলেছেন: ঠিকই বলেছেন...
২| ১০ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫১
রুদ্র জাহেদ বলেছেন: আসরা আসলেই প্রতিনিয়ত যান্ত্রিকাতার পথেই এগিয়ে যাচ্ছি...
১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৪
গুরুর শিষ্য বলেছেন: ঠিক
©somewhere in net ltd.
১|
০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০১
মুহাম্মদ গোলাম কিবরিয়া বলেছেন: Social network আমাদের ধীরে ধীরে Unsocial করে ফেলছে। আমাদের যে সময়টা সামাজিক সম্পর্কের উন্নয়নে দেয়ার কথা ছিল, তা কেড়ে নিচ্ছে ইন্টারনেট। Social network এর মাধ্যমে আমাদের বিশাল অনলাইন পরিবার থাকলেও বাস্তব জীবন থেকে ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে পড়ছি।