নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন অতি সাধারণ মানুষ...একটু লিখতে ভালোবাসি...এই যা...ব্লগে নিজের নাম প্রকাশে অনিচ্ছুক...তবে সা হো স এটাই আমার পুরো নামের সংক্ষেপ। \n\nসবার ব্লগিং হোক সুন্দর ও আনন্দময়।

গুরুর শিষ্য

একজন অতি সাধারণ মানুষ

গুরুর শিষ্য › বিস্তারিত পোস্টঃ

পত্রিকার পতিতাবৃত্তি?

০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৩

মানুষ (নারী) যখন অসহায় হয়ে পড়ে বা চরম কোন কুটিলতায় পড়ে তখন ওই বিপথে যায়...যেটা আসলেই অনুকম্পার যোগ্য...যারা বা যে সমাজ তাদের সুন্দর জীবন দিতে পারবে না সেই ভদ্রলোকের সমাজের মানুষেরা তাদের প্রতি কোন বিরূপ মনোভাব পোষণেরও ‘যোগ্যতা’ রাখে না...

যাহোক কিছু অনলাইন পত্রিকাও এখন এমনই পেশা বেছে নিয়েছে...কিছু ক্লিক বাড়ানোর জন্য...এর মধ্যে কয়েকটা পত্রিকা আছে যারা বড় বাজেট নিয়ে বড় ব্যবসার উদ্দেশ্যে এসেছিল পারে এখন দরিদ্র হয়ে বিপথে গেছে...

আর কিছু ওই উদ্দেশ্যেই এসেছে পতিত আইটেমের পসরা সাজিয়েছে...তবে অনলাইন পত্রিকা বা যে কোন পত্রিকাই হোক এগুলো শিক্ষিতরাই বের করে তাদের এমন অধঃপতন বা নিচু মানসিকতা...

সেদিন এক বড় ভাই জিজ্ঞেস করলেন ‘ঢাবি ছাত্রীদের রাতের ক্ষুধা মেটাচ্ছে মামা’ এটা হলো হেডলাইন আর ভেতরে লেখা- গাউসুল আজম মার্কেটের পাশের ওই মামার হোটেলে তারা খায়...ঊনি বললেন- এসব আসলে কোন ধরনের কথা?

আমিও বললাম- এগুলো আসলে বিকৃত মানসিকতা...এর থেকে আরো বিশ্রী উদাহরণ আছে...যেগুলো দিলে আর একটু ভালোকরে ভাবলে এগুলোকে পতিতাবৃত্তি বৈ আর ভাল কিছু মনে করার যৌক্তিকতা পাই না...বিনোদনের খবর ও বিশ্রী খবর কি এক?

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১:০৩

সাফকাত আজিজ বলেছেন: এটা নিয়ে একটা মজার জোকস আছে: একবার পত্রিকায় শিরোনাম হলো : "এরশাদ 'বন থেকে হেগে' এসেছে !" ???! কোথায় লিসবনের বন আর কোথায় কোপেন হেগেনএর হেগ !

০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৯

গুরুর শিষ্য বলেছেন: হাসালেন... B-)

২| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১:২৫

ফেরদৌসা রুহী বলেছেন: এইসব আজেবাজে শিরোনামের জন্য এখন আর এসব দেখিও না।

০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৯

গুরুর শিষ্য বলেছেন: যথাযথ উদ্যোগ... :(

৩| ০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: একেবারে পঁচিয়ে দিয়েছে!

বড়গুলানও কম যায় না! বিভ্রান্তিকর চটকদার শিরোনাম দিয়ে ক্লিক করানোর জন্যই সব আয়োজন যেন!

০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫২

গুরুর শিষ্য বলেছেন: ঠিকই বলেছেন...

৪| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০৮

রাশেদ মহাচিন্তিত বলেছেন: মেয়ে নষ্ট হলে বেশ্যা হয়, পত্রিকা নষ্ট হলে চটি হয়|

১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৪

গুরুর শিষ্য বলেছেন: ঠিক...তবে আমি ওটাকে পত্রিকার পতিতাবৃত্তিই বললাম...

৫| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:২৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি খবর ক্লিক করার আগে সেখানের কমেন্টগুলো পড়ি। যদি দেখি গালাগালি। তখন বুঝি শিরোনামের সাথে খবরের মিল নেই।

১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৪

গুরুর শিষ্য বলেছেন: সবাই কি আর কৌশলী হতে পারে?

৬| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৩১

রুদ্র জাহেদ বলেছেন: এগুলো অরুচিকর জিনিসের দিকে টেনে আনার এক প্রকার ব্যবস্হা

১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৩

গুরুর শিষ্য বলেছেন: ঠিকই বলেছেন...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.