![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নির্জন রাতে নির্ঘুম চোখে
ভাবা হয়না কবিতা কিংবা গানের কলি
শুধু মনে হয় পৃথিবীজুড়ে কিছুই না থাক
সবকিছু হয়ে যাক খালি।
তবুও মন বলে সঙ্গোপনে
চলবি কি করে মানুষ বিহনে?
মনকে বলি- মনে নেই তোর
চাইলে বানাতে পারি তোকেও পর!
মন মৃদু হেসে বলে আমি আছি বলে
তবুওতো থাকতে পারো
মানুষ সব গেলেও চলে।
বিতর্কে জড়িয়ে বলি তাকে
বিব্রত করিসনাতো সময়ের ফাঁকে।
নির্জনতাতো নির্মমতা নয়
নির্জনতায় কতো কথা হয়
সবই অবোধ মনের সনে
হারাতেই হয় তার গহীন বনে।
সাধ জাগে একা থাকার
সাধ্য নেই এড়াবার
নির্জন রাতেও সেই মন
কেড়ে নেয় ভুবন
চিন্তা রাজ্যে ডুবে ভাবি
কবে পাবো মনবিহীন মধুর জীবন।
১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৪
গুরুর শিষ্য বলেছেন: ধন্যবাদ
২| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ২:২৭
রক্তিম দিগন্ত বলেছেন: সুন্দর!
১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৪
গুরুর শিষ্য বলেছেন: ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৪২
রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর কবিতা