![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোটভাইটা ভাইরাস জ্বর নিয়ে হাসপাতালে আছে...তার পেছনে দিন-রাত পরিশ্রম যাচ্ছে...অফিস অনলাইন কোনো কিছুই ভাববার সময় নেই...কয়েকদিন ঢাকার বাইরে...কাল দুপুরে বাসায় ফিরে খেয়ে একটু ঘুমাতে যাবো কয়েকটা দিন-রাত ঘুম ঠিকমত হচ্ছে না...শয্যাপাশে নানী শুয়ে অনেকক্ষণ কথা বললো...
আমার সঙ্গে হাসপাতালে যাবে তারই অপেক্ষা করছিল...শ্রান্ত-পরিশ্রান্ত অবস্থায় শুধু তার কথা শুনছিলাম আর মুখের দিকে তাকাচ্ছিলাম...ক্লান্তির ভারে নূহ্য শরীরটাতেও যেন প্রশান্তির ছোঁয়া...
দাদী পাশে ছিলেন না...সব সময় ফোনে খোঁজ নিচ্ছিলেন তার প্রথম কথা ‘তুই কেমন আছিছ?’ তারপর ছোটভাইর খোঁজ...মনে হয় শারীরিক সামর্থ থাকলে ছুটেই আসতো!
নানীরও কণ্ঠে একই সুর- শরীরটা ভালো থাকলে হাসপাতালেই থাকতাম!
তবে বাধ্যবাধকতার কারণে ঢাকায় ফিরে এলাম। একটা ঘুম দিয়ে ওঠার পর; এখন ওই দুই প্রিয়তমের নিখাঁদ ভালোবাসার কথা মনে পড়ছে...পৃথিবীর এই বন্ধনগুলো স্রষ্টা কতনা সুন্দর করে গেঁথে দিয়েছেন...
©somewhere in net ltd.