![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিদিনই দেখি আজও দেখলাম
দেখতে গিয়ে অল্প কিছু সময় নিলাম
আর একটু বেশি দৃষ্টিটা তীক্ষ্ণ করে
তাকিয়ে দেখি বুকের ভেতরের দিকে
দৃষ্টির গভীরতা আরেকটু বাড়ালাম
নাহ এবার ঠিকই দেখা যায়
ওইযে ওখানে অহংকার তার একটু কাছে গর্ব
আরেকটু এগিয়ে গেলে মিথ্যাও ধরা পড়ে।
মুখ আর চুলের দিকে তাকালে
মোটেও মেলেনা এসব
তবে ওখান থেকে একটু নিচে
থুতনি নয় গলার নিচ থেকে বাকিটা
এই অঞ্চলটিতে নিজের চোখ দিয়ে
স্পষ্ট দেখছি নিজেকে-এইতো আমি
বুঝলাম পেরেছি তাকাতে ভেতরে
একটু একটু করে দেখলাম নিজের ভেতর
এভাবে খুবই স্পষ্ট দেখায় যায়
আড়ালে রাখা নিজেকে।
ভেবেই কূল পাইনা আয়নায় দাঁড়িয়েও কি
তাহলে নিজের থেকে নিজেকে রাখি গোপনে?
২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৪
গুরুর শিষ্য বলেছেন:
২| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১:২২
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল । বেশ ভাল8)@):-
২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৪
গুরুর শিষ্য বলেছেন:
৩| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১:২৪
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল বেশ ভাল
)@):-
২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৫
গুরুর শিষ্য বলেছেন:
৪| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫২
বাংলার ফেসবুক বলেছেন: অনেক সুন্দর পোষ্ট। পড়ে ভাল লাগলে । ভাল লাগা রেখে গেলাম সেই সঙ্গে আমার আইডিতে চায়ের নিমন্ত্রণ রইল।আপনার আসার অপেক্ষায় রইলাম কিন্ত। ধন্যবাদ।
২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:০২
গুরুর শিষ্য বলেছেন: চায়ের নিমন্ত্রণে আইডিতে গেলাম...আপনার আপনি ব্লগে ফেমাস হতে চান না, সবার বন্ধু হতে চান পোস্ট দেখে ভালোই লাগলো...বানান সচেতন হোন পরামর্শ এইটুকুই...ধন্যবাদ...
©somewhere in net ltd.
১|
২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৪
আরণ্যক রাখাল বলেছেন: মোটামুটি হয়েছে